বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা স্কোয়াডে নেই করুনারত্নে, ম্যাথিউস, চান্ডিমাল, অধিনায়ক পেরেরা
বাংলাদেশ সফরের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত শ্রীলঙ্কা স্কোয়াডে অধিনায়ক করা হয়েছে কুসাল পেরেরাকে। চমকে ঠাসা স্কোয়াডে ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে বাদ পড়েছেন একগাদা ক্রিকেটার- আগের অধিনায়ক দিমুথ করুনারত্নে, অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস, দীনেশ চান্ডিমালরা।
২০১৯ বিশ্বকাপের আগ দিয়ে ওয়ানডে অধিনায়কত্ব নিয়েছিলেন করুনারত্নে, তার অধীনে ১০টি জয়ের বিপরীতে শ্রীলঙ্কা হেরেছিল ৭টি ম্যাচ। অবশ্য শেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে শ্রীলঙ্কা হেরেছিল তিনটি ম্যাচেই, যেটি ছিল তাদের এক বছরের ব্যবধানে প্রথম ওয়ানডে সিরিজ। চান্ডিমাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে করেছিলেন ৭১ রান। তবে বিবেচনা করা হয়নি তা।
এ দুজনের চেয়েও বড় চমক ম্যাথিউসের বাদ পড়া। ব্যক্তিগত কারণে প্রথম ওয়ানডে খেলেই দেশে ফিরেছিলেন তিনি, তবে এ ফরম্যাটে ভাল ফর্মেই ছিলেন সাম্প্রতিক সময়ে। দেশের মাটিতে শেষ ম্যাচেই হয়েছিলেন ম্যাচসেরা। এর আগে বিশ্বকাপ, কিংবা তার আগের দুই বছরও ব্যাটিং গড় পঞ্চাশের ওপরে ছিল তার।
অভিজ্ঞদের বাদ দিয়ে শ্রীলঙ্কা মূলত ২০২৩ বিশ্বকাপের জন্য নতুন শুরু করতে চায়। ১৮ জনের এ স্কোয়াডে ওয়ানডে অভিষেক হয়নি চারজনের- অলরাউন্ডার রমেশ মেন্ডিসের সঙ্গে তিন পেসার চামিকা করুনারত্নে, বিনুরা ফার্নান্ডো ও শিরান ফার্নান্ডোর। ৩৩ বছর বয়সী ইসুরু উদানার 'সবচেয়ে বড়' এখানে, ৩০-এর ওপরে বয়স আছে মাত্র ৩ জনের।
নতুন অধিনায়ক পেরেরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেননি চোটের কারণে। তার সহকারির দায়িত্ব দেওয়া হয়েছে কুসাল মেন্ডিসকে, এর আগে যাকে বাদ দেওয়া হয়েছিল।
আইসিসি বিশ্বকাপ সুপের লিগের অন্তর্গত তিন ওয়ানডের সিরিজ শুরু হবে ২৩ মে, মিরপুরে।
বাংলাদেশ সফরের শ্রীলঙ্কা স্কোয়াড
কুসাল পেরেরা, কুসাল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসাঙ্কা, দাসুন শনাকা, আশেন বান্দারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, আকিলা দনাঞ্জয়া, নিরোশান ডিকওয়েলা, দুশমন্থ চামিরা, রমেশ মেন্ডিস, আসিথা ফার্নান্ডো, লাকশান সান্দাকান, চামিকা করুনারত্নে, বিনুরা ফার্নান্ডো, শিরান ফার্নান্ডো