• বিশ্বকাপ বাছাই
  • " />

     

    বিশ্বকাপ বাছাইপর্বের জন্য আর্জেন্টিনার ৩০ জনের প্রাথমিক দলে নেই দিবালা-ইকার্দি

    বিশ্বকাপ বাছাইপর্বের জন্য আর্জেন্টিনার ৩০ জনের প্রাথমিক দলে নেই দিবালা-ইকার্দি    

    চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনাও। জুনে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকার ম্যাচের আগে অনুষ্ঠিত হবে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দুইটি। ৩ জুন চিলি ও ৮ জুন কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা খেলবে ম্যাচ দুইটি।

    করোনাভাইরাস মহামারির জন্য এখনও অনিশ্চিত কোপা আমেরিকা; কিছুদিন আগে বাতিল হয়েছিল লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচও। তবে এরই মধ্যে ঘোষিত হয়েছে আর্জেন্টিনার ৩০ সদস্যের প্রাথমিক দল। স্কোয়াডে মূলত ইউরোপের বিভিন্ন লিগের খেলোয়াড়দের রাখা হয়েছে, পরে যোগ হতে পারে স্থানীয় লিগে খেলা আর্জেন্টাইনরাও। 

    ৩০ সদস্যের দলে চমক বলতে কেবল পাওলো দিবালা আর ইকার্দির না থাকাটাই। ইকার্দি অবশ্য অনেক দিন ধরেই ব্রাত্য দলে, আর দিবালা ইনজুরির জন্য খেলতে পারেন নি মৌসুমের অনেকটাই। 


    আর্জেন্টিনার ৩০ সদস্যের প্রাথমিক দল 

    কোচ: লিওনেল স্কালোনি 

    স্কোয়াড: 

    এমিলিয়ানো মার্টিনেজ, অগাস্তিন মার্চেসিন, হুয়ান মুসো

    নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ, জের্মান পেৎসেল্লা, লুকাস মার্তিনেজ কুয়ার্তা, হোসে লুইস পালোমিনো, ক্রিস্টিয়ান রোমেরো, নাহুয়েল মলিনা, নিকোলাস ওটামেন্দি, হুয়ান ফয়েথ

    মার্কোস আকুনা, এমিলিয়ানো বুয়েন্দিয়া, রদ্রিগো দি পল, নিকোলাস ডমিঙ্গেস , জিওভান্নি লো সেলসো, গুইদো রদ্রিগেজ, এজেকুয়েল প্যালাসিওস, লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস গঞ্জালেস

    লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, লুকাস আলারিও, আনহেল কোরেয়া, হোয়াকিন কোরেয়া, আনহেল দি মারিয়া, আলেজান্দ্রো গোমেজ, লুকাস ওকাম্পোস, লাউতারো মার্তিনেজ