নেট সেশন: নিজেদের 'ফেভারিট' ওয়ানডেতে 'নতুন' শ্রীলঙ্কার সামনে বাংলাদেশ
শ্রীলঙ্কার বাংলাদেশ সফর, ২০২১, বিশ্বকাপ সুপার লিগ
১ম ওয়ানডে
কবে, কখন
২৩ মে
বাংলাদেশ সময় ০১.০০ (১৩০০)
দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছিল না টি-টোয়েন্টি, এরপর নিউজিল্যান্ড সফরে ছিল না টেস্ট, শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ খেলেছে শুধুই টেস্ট। এবার শ্রীলঙ্কার বিপক্ষে শুধুই তিনটি ওয়ানডে। আগে এমন সিরিজ একটু ‘অড’ মনে হওয়ার কথা থাকলেও ওয়ার্ল্ড কাপ সুপার লিগের ট্যাগ আপাতত সেটি হতে দিচ্ছে না। বিশ্বকাপ বাছাইপর্বের নতুন ফরম্যাটে এখন পর্যন্ত ৬ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৩০, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি জয়ের বিপরীতে আছে নিউজিল্যান্ডের মাটিতে তিনটি হার।
মোটামুটি নতুন অধিনায়ক, পরের বিশ্বকাপ ঘিরে পরিকল্পনা- ফরম্যাট যখন ওয়ানডে, ব্যাপারগুলি তখন আসে ঘুরেফিরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুমিত জয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষে হারও শেষ পর্যন্ত হয়ে দাঁড়িয়েছে অনুমিতই। আলোচনায় আছে ফিল্ডিং-ও। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ সুযোগ হারিয়েছিল মিসফিল্ডিংয়ের মাশুল গুণে, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও সেটি ভুগিয়েছে তাদের। এ সিরিজে দলের সঙ্গে নেই ফিল্ডিং কোচ রায়ান কুক, তবে এর আগে হেড কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, নিজেদেরকে ভাল ফিল্ডিং সাইড মনে করাটা গুরুত্বপূর্ণ এক্ষেত্রে।
তবে এ সিরিজে বাংলাদেশ আবারও পাচ্ছে সাকিব আল হাসানকে, আইপিএলে বেশ ভাল সময় কাটিয়ে এসেছেন মোস্তাফিজুর রহমান- যদিও দুজনের ক্ষেত্রেই প্রস্তুতির ঘাটতির একটা ব্যাপার আছে। সাকিব আসায় দলের কম্বিনেশনে পরিবর্তন আসছে নিশ্চিতভাবেই, সঙ্গে মাহমুদউল্লাহও চোট কাটিয়ে শুরু করেছেন বোলিং। পেস কম্বিনেশনে মোস্তাফিজের একটা বড় ভূমিকা থাকবে, চোটের কারণে ছিটকে যাওয়া রুবেল হোসেন নেই বলে নেতৃত্বটাও থাকবে তার হাতেই। শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ টেস্ট সিরিজ কাটানো তাসকিন আহমেদের সামনে এবার সাদা বলের পুরোনো চ্যালেঞ্জটা ফিরছে নতুন করে। ওয়ানডেতে বাংলাদেশ বরাবরই অন্য দুই ফরম্যাটের চেয়ে স্বচ্ছন্দ, সঙ্গে আছে হোম কন্ডিশনের ব্যাপারও। প্রস্তুতি ম্যাচেও মোটামুটি ভাল করেছেন ব্যাটসম্যানরা।
প্রতিপক্ষ শ্রীলঙ্কার কাছে অবশ্য বলতে গেলে সবই নতুন। অভিজ্ঞদের বাদ দিয়ে নতুন পথচলার শুরু হচ্ছে তাদের, নতুন অধিনায়ক কুসাল পেরেরার নেতৃত্বে। তাদের ভাবনাতেও আছে পরের বিশ্বকাপ, এর আগে ভয়ডরহীন ক্রিকেটের কথা বলেছিলেন পেরেরা। অধিনায়কত্ব পাওয়ার পর এমন কথা বলেছিলেন তামিম ইকবালও।
আপাতত অভিজ্ঞতার হিসেবে শ্রীলঙ্কা বেশ পিছিয়ে বাংলাদেশের চেয়ে, ওয়ানডে র্যাঙ্কিংয়ে তারা পিছিয়ে দুই ধাপ। তাদের দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় এখন অতীত, বাংলাদেশকে পেছনে ফেলতে হবে নিউজিল্যান্ড সফরও। ২০১৯ এমনই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা গিয়েছিল বাংলাদেশ, সেবার ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম এসেছিলেন হোয়াইটওয়াশড হয়ে। এবার তেমন কিছু ফিরিয়ে দিতে পারবে তার দল?
শুধুই তিনটি ওয়ানডে ম্যাচ, তবে ওয়ার্ল্ড কাপ সুপার লিগের পয়েন্ট টেবিলের ভূমিকা ছাড়াও এ সিরিজে দুই দলের আত্মবিশ্বাসের ক্ষেত্রেই হতে পারে গুরুত্বপূর্ণ এক ধাপ।
রঙ্গমঞ্চ
শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক লেগ চট্টগ্রামে থাকলেও এবার সবকটি ম্যাচই এখানে। তামিম বলেছেন, তাদের চাহিদা জানিয়েছেন তারা, উইকেট থাকার কথা সেরকমই। আর ম্যাচের আগেরদিন ডমিঙ্গো জানিয়েছেন, তার আশা ভাল ওয়ানডে উইকেটের। কদিন ধরেই চলা প্রচন্ড গরম থাকার কথা ম্যাচের দিনও, বৃষ্টির সম্ভাবনা ২১ শতাংশের মতো।
যাদের ওপর চোখ
সাকিব আল হাসান
নিষেধাজ্ঞার পর নিউজিল্যান্ড সফরে যাননি পারিবারিক কারণে, শ্রীলঙ্কা সফরে যাননি আইপিএল খেলবেন বলে। আইপিএলেও কলকাতা একাদশ থেকে বাদ পড়েছিলেন। সাকিব আবারও ফিরছেন তাই বাংলাদেশ দলে, ফিরছেন ব্যাটিংয়ে পুরোনো পজিশন তিন নম্বরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিরেই হয়েছিলেন ম্যাচসেরা। আরেকটি প্রত্যাবর্তন কেমন হবে তার?
ওয়ানিন্দু হাসারাঙ্গা
৪ বছরে এখন পর্যন্ত খেলেছেন ১৮টি ওয়ানডে, তবে নতুন সেট-আপে হাসারাঙ্গা শ্রীলঙ্কার বেশ গুরুত্বপূর্ণ সদস্যই। ওয়েস্ট ইন্ডিজে নিজের শেষ ওয়ানডেতে করেছিলেন ৬০ বলে ৮০ রান, এ সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে করেছিলেন ৩৯ বলে ৭৯।
সম্ভাব্য একাদশ
সাকিব ফিরছেন, রুবেল নেই- নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে থেকে বাংলাদেশের একাদশে এ দুটি পরিবর্তন মোটামুটি নিশ্চিতই। সে সফরে তিনে খেলা সৌম্যকে নিচের দিকে বিবেচনা নাও করতে পারে বাংলাদেশ।
বাংলাদেশ
তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন/সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম/মাহাদি হাসান
শ্রীলঙ্কা
দানুশকা গুনাথিলাকা, কুসাল পেরেরা, পাথুম নিসাঙ্কা/আশেন বান্দারা, নিরোশান ডিকওয়েলা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাশুন শনাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আকিলা দনাঞ্জয়া, ইসুরু উদানা, চামিরা করুনারত্নে
সংখ্যার খেলা
শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত কোনো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জেতেনি বাংলাদেশ, তিনবার জিতেছে একটি করে ম্যাচ, বাকি ৫ বার হয়েছে হোয়াইটওয়াশড
তারা বলেন
কোনো দলের দারুণ ফিল্ডার থাকে, কোনো দলের থাকে গড়পড়তা। ঠিক সময়ে ঠিক ফিল্ডারের ঠিক পজিশনে থাকাটা গুরুত্বপূর্ণ। ফিল্ডিং ইউনিটের ক্ষেত্রে আত্মবিশ্বাস গুরুত্বপূর্ণ। এ সিরিজে মানসিক দিক দিয়ে ভাল অবস্থানে থাকতে হবে আমাদের। আমাদের এটা বিশ্বাস করতে হবে যে আমরা ভাল ফিল্ডিং সাইড এবং চাপের মুখে ভাল করতে পারি।
রাসেল ডমিঙ্গো, বাংলাদেশ হেড কোচ
আমার মনে হয় এ সিরিজে বিশাল ভূমিকা রাখার মতো সামর্থ্য আছে আমাদের ফিল্ডারদের।
কুসাল পেরেরা, শ্রীলঙ্কা অধিনায়ক