কোভিড-১৯ শঙ্কার পর নির্ধারিত সময়েই শুরু হচ্ছে প্রথম ওয়ানডে
কোভিড-১৯ শঙ্কার পর ঠিক সময়েই শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে। এরই মাঝে মিরপুরে এসেছে দুই দল, করছে ওয়ার্ম-আপ। বেলা ১টায় শুরু হওয়ার কথা ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অধীনে এই সিরিজের প্রথম ম্যাচ।
এর আগে কোভিড-১৯ পজিটিভ এসেছিল শ্রীলঙ্কার তিনজনের- বোলিং কোচ চামিন্ডা ভাস, ইসুরু উদানা ও শিরান ফার্নান্ডোর। তাদের পজিটিভ এসেছিল ২২ মে-তে করা পরীক্ষায়, এরপর ফিরতি টেস্টে ভাস ও উদানা নেগেটিভ এলেও পজিটিভই রয়ে গেছেন ফার্নান্ডো। হোটেলে আইসোলেশনে থাকার কথা তার।
এর আগে শ্রীলংকা সফরে বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন। এক দিন পর অবশ্য নেগেটিভ আসে তার। তবে দলের সঙ্গে ছিলেন না তিনি।
গত ১৬ মে ঢাকা এসে তিন দিনের হার্ড কোয়ারেন্টিনে ছিল শ্রীলঙ্কা, এরপর দুই দফা নেগেটিভ টেস্টের পর বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলেছিল তারা। প্রথম ম্যাচের আগে ২২ মে তৃতীয়দফা টেস্ট করানোর কথা ছিল তাদের।