• Other
  • " />

     

    রামোস, নাচোরা নেই: ইউরোতে স্পেনের জন্য রিয়ালবিহীন স্কোয়াড ঘোষণা এনরিকের

    রামোস, নাচোরা নেই: ইউরোতে স্পেনের জন্য রিয়ালবিহীন স্কোয়াড ঘোষণা এনরিকের    

    চোটের জন্য এই মৌসুমের অনেকটা সময় দলে ছিলেন না। তারপরও সার্জিও রামোসকে ছাড়া স্পেন দল চিন্তা করা কঠিন। সেটাই হচ্ছে ইউরোতে, রামোসকে না ছাড়াই স্কোয়াড ঘোষণা করেছে স্পেন। সেই সঙ্গে ইস্কো, নাচো, ভাজকেজ, কারভাহাল। আসেন্সিও, অরিওজাবালদের রাখেননি স্পেন কোচ লুইস এনরিকে। তার মানে রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড় ছাড়াই ইউরো খেলবে স্পেন। 

    রামোস না থাকলেও সেন্ট্রাল ডিফেন্সে দেশ পালটে এসেছেন আইমেরিক লাপোর্ত। কিছুদিন আগেই ফ্রান্স থেকে স্পেনে জাতীয়তা বদলেছেন, তার অন্তভুর্ক্তি স্পেনের শক্তি বাড়াবে। রিয়ালের কেউ না থাকলেও বার্সেলোনার জর্দি আলবা, পেদ্রি, বুস্কেটসরা আছেন স্পেনের একাদশে। 



    রামোসকে ছাড়া ২০০৪ সালের পর এই প্রথম ইউরো বা বড় কোনো টুর্নামেন্ট খেলবে স্পেন। দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন রামোস, সেই সঙ্গে অষ্টম সর্বোচ্চ গোলও তার।

    ২৩ জনের একাদশ

    গোলরক্ষক: উনাই সিমোন, ডেভিড ডি গিয়া, রবার্ট সাঞ্চেজ
     ডিফেন্স: হোসে গায়া, জর্ডি আলবা, পাউ তোরেস, আইমেরিক লাপোর্ত, এরিক গার্সিয়া, ডিয়েগো লরেন্তে , সিজার আজপিলিকুয়েতা

    মিডফিল্ড: সার্জিও বুসকেটস, রদ্রি, পেদ্রি গঞ্জালেজ ,থিয়াগো আল্কান্তারা, কোকে, ফাবিয়ান রুইজ, দানি অলমো, মিকেল ওয়ারজাবাল,

    ফরোয়ার্ড: জেরার্ড মরেনো ,আলভারো মোরাতা, ফেরান তোরেস, আদামা ট্রাওরে, পাবলো সারাবিয়া