সিপিএলে ফিরছেন সাকিব
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, সিপিএলে ফিরছেন সাকিব আল হাসান। নিজের পুরোনো দল জ্যামাইকা তালাওয়াসের হয়ে ২০২১ সালে খেলবেন বাংলাদেশ অলরাউন্ডার, জানিয়েছে সিপিএলের সোশ্যাল মিডিয়া।
২০১৯ সালে শেষ সিপিএলে খেলেছিলেন সাকিব, আইসিসির নিষেধাজ্ঞার আগে। সেবার ছিলেন বার্বাডোস ট্রাইডেন্টসে। ২০১৩ সালে সিপিএলে নিজের প্রথম মৌসুমেও সাকিব খেলেছিলেন বার্বাডোসে, জ্যামাইকার হয়ে প্রথম খেলেছেন ২০১৬ সালে। ২০১৭ সালেও ছিলেন সেখানেই, এরপর গিয়েছিলেন বার্বাডোসে। এখন পর্যন্ত জ্যামাইকা ও বার্বাডোস- এ দুই দলেই খেলেছেন তিনি।
সাকিবের ক্যারিয়ারের সেরা বোলিং ৬ রানে ৬ উইকেটের ফিগারটিও ছিল সিপিএলেই- ২০১৩ সালে ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগোরবিপক্ষে বার্বাডোসের হয়ে সেটি গড়েছিলেন তিনি। শুধু সাকিব নয়, সিপিএলের ইতিহাসেরই ইনিংসসেরা বোলিং ফিগার সেটি।
এবার কোভিড-১৯-এর কারণে সিপিএলের সব ম্যাচ হবে মাত্র একটি ভেন্যুতে- সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে। তবে ছয়টি আলাদা মাঠে ফ্র্যাঞ্চাইজিগুলির অনুশীলনের কথা আছে। গত মৌসুমে এ টুর্নামেন্ট হয়েছিল ত্রিনিদাদের দুটি ভেন্যুতে। এবার ভ্যাকসিনেশন দেখানো সাপেক্ষে মাঠে ঢুকতে পারবেন ধারণক্ষমতার অর্ধেক দর্শক।
গত বছর কোভিড-১৯ মহামারি আকারে ধারণ করার পর প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হিসেবে শুরু হয়েছিল সিপিএল।
আগস্টের ২৮ তারিখে শুরু হওয়ার কথা আছে এবারের টুর্নামেন্ট।