স্থগিত ঢাকা প্রিমিয়ার লিগ
স্থগিত করা হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ড। বৃষ্টির কারণে ৩ জুন পর্যন্ত পিছিয়ে নেওয়া হয়েছে এ রাউন্ডের খেলা, জানিয়েছেন সিসিডিএমের সদস্য সচিব।
৩১ মে শুরু ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির প্রথম রাউন্ডের দিনই হানা দিয়েছিল বৃষ্টি, বিকেএসপির দুটি ম্যাচ হয়েছিল পরিত্যক্ত, পরে সেখানকার একটি ও মিরপুরের একটি ম্যাচ হয়েছিল কম ওভারে। ১ জুন ভোর থেকেই ঢাকায় নামা প্রবল বৃষ্টিতে শেষ পর্যন্ত মাঠে গড়াতে পারেনি দ্বিতীয় রাউন্ডের সকালের ম্যাচ, এরপরই এলো স্থগিত করার ঘোষণা।
“বৃষ্টির কারণে দ্বিতীয় রাউন্ডের খেলা স্থগিত ঘোষণা করা হয়েছে। এই খেলাগুলো হবে তৃতীয় রাউন্ডের খেলার দিন (৩ জুন)”, বলেছেন সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন। “প্রত্যেক রাউন্ডের খেলা একদিন করে পিছিয়ে যাচ্ছে। অর্থাৎ তৃতীয় রাউন্ডের খেলার জায়গায় হবে দ্বিতীয় রাউন্ড (-এর দিন), আর চতুর্থ রাউন্ডের জায়গায় তৃতীয় রাউন্ড (-এর দিন)।”
প্রথমদফা পাঁচ রাউন্ডের সূচি দিয়েছিল বিসিবি। মিরপুর ও বিকেএসপির তিনটি ভেন্যুতে প্রতিদিন হওয়ার কথা ছয়টি করে ম্যাচ। আন্তর্জাতিক সূচি ও টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এবার টি-টোয়েন্টি ফরম্যাটে হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ, কোভিড-১৯ মহামারির কারণে যেটি স্থগিত হয়েছিল ২০২০ সালের মার্চে, এক রাউন্ডের পরই।
সাধারণত বছরের শুরুর ভাগেই আয়োজন করা হয় প্রিমিয়ার লিগ, যেটি এবার এসে ঠেকেছে বর্ষা মৌসুমে।
এবার প্রিমিয়ার লিগে খেলছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমসহ জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারই।