বিকেএসপি থেকে সরিয়ে মিরপুরে দিনে তিনটি করে প্রিমিয়ার লিগের ম্যাচ
ভারী বৃষ্টির কারণে প্রিমিয়ার লিগের ম্যাচ বিকেএসপি থেকে সরিয়ে নেওয়া হয়েছে মিরপুরে। ২ জুন থেকে ৫ জুন এ ভেন্যুতে প্রতিদিন হবে তিনটি করে ম্যাচ।
৩১ মে শুরু হওয়া লিগের দ্বিতীয় রাউন্ড হওয়ার কথা ছিল ১ জুন, তবে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় তা। এরপর প্রতিটি রাউন্ড ‘বডিলি শিফট’ অর্থাৎ এক রাউন্ডের খেলা পরের রাউন্ডের সূচিতে করার কথা প্রথমে বলে সিসিডিএম। তবে সন্ধ্যা নাগাদ জানানো হয়, আগে বিরতি থাকা ২ জুনও হবে ম্যাচ।
“বিকেএসপির দুই ভেন্যুতে ভারী বৃষ্টির পর পানি জমে যাওয়াতে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি স্থগিত হয়ে যায়। ক্লাব এবং বিসিবি ম্যানেজমেন্টের সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার পর সিসিডিএম বিকেএসপির ১ ও ৩ জুনের ম্যাচ মিরপুরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মিরপুর আগামী চারদিন তিনটি করে ম্যাচ আয়োজন করবে। আমরা এই সুযোগে ক্লাব এবং ক্রিকেটারদের তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাতে চাই”, বলেছেন প্রিমিয়ার লিগের গভর্নিং বডি সিসিডিএম (ক্রিকেট কমিটি ফর ঢাকা মেট্রোপলিস) চেয়ারম্যান কাজি ইনাম আহমেদ।
আগে দেওয়া ৫ রাউন্ডের সূচিতে এক দিনে তিন ভেন্যুতে ছিল ছয়টি করে ম্যাচ, দুই দিন পর এক দিন ছিল বিরতি। এখন ৫ জুন পর্যন্ত প্রতিদিনই হবে খেলা। মিরপুরে প্রতিদিন ম্যাচগুলি শুরু হবে সকাল ৯.০০, দুপুর ১.৩০ ও সন্ধ্যা ৬.০০টায়।