৩ ম্যাচ নিষিদ্ধ সাকিব, সঙ্গে ৫ লাখ টাকা জরিমানা
স্টাম্প লাথি মেরে ভাঙা এবং পরে উপড়ে ফেলার ঘটনায় তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে সাকিব আল হাসানকে। মোহামেডান অধিনায়ককে দুটি লেভেল থ্রি ধরনের অপরাধের দায়ে নিষেধাজ্ঞার সঙ্গে ৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। শনিবার এক সংবাদ সম্মেলনে এটি নিশ্চিত করেছেন সিসিডিএম চেয়ারম্যান কাজি ইনাম আহমেদ।
শুক্রবার আবাহনীর বিপক্ষে ম্যাচে নিজেদের বোলিং ইনিংসে ৫ম ও ৬ষ্ঠ ওভারে এ ঘটনা ঘটিয়েছিলেন সাকিব। দুটিই লেভেল থ্রি ধরনের অপরাধ। এ শাস্তি মেনে নিয়েছেন তিনি, ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। দুই অন-ফিল্ড আম্পায়ার ইমরান পারভেজ ও মাহফুজুর রহমানের সঙ্গে ছিলেন রিজার্ভ আম্পায়ার সোহরাব হোসেন এবং ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মোরশেদুল আলম। প্লেয়িং কন্ডিশন অনুযায়ী আম্পায়ারদের অভিযোগের ভিত্তিতে এ শাস্তি নির্ধারণ করার কথা ম্যাচ রেফারির।
তবে সাকিবের শাস্তির পরই শেষ হচ্ছে না এ ঘটনা। বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এ ঘটনার ‘কারণ’ জানতে চেয়েছেন বলে একটা কমিটি গঠন করা হয়েছে- যেটিতে ইনামের সঙ্গে আছেন ঢাকা প্রিমিয়ার লিগের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, বোর্ড ডিরেক্টর নাইমুর রহমান দুর্জয় ও শেখ সোহেল এবং বিসিবির চিফ ম্যাচ রেফারি রকিবুল হাসান। ১৫ জুন বোর্ড মিটিংয়ের আগেই তদন্ত প্রতিবেদন জমা দেবেন তারা।
সাকিব-বিতর্কের টাইমলাইন: অরেঞ্জ-জুস, অনাপত্তিপত্র-ভজকট, টেস্ট খেলতে অনীহা
“আমরা সকল দলের ম্যানেজার এবং অধিনায়কদের সঙ্গে বসব। এবং আমরা তাদের সঙ্গে আলাপ করব, যদি তাদের এই লিগের কোনো ইস্যু নিয়ে অভিযোগ থাকে, আমরা শুনব। উনি (পাপন) একটা রিপোর্ট চায়”, বলেছেন ইনাম। “দেখেন, উনার কথা হচ্ছে, আমরা লিগ চালাতে চাই, অনেক ক্রিকেটার অনুরোধ করেছিল, আমরা অনেক টাকা খরচ করে এটা করছি। আমাদের খেলাগুলি পিচভিশনে লাইভ দেখানো হচ্ছে, উন্নতি হয়েছে অনেক- এত কিছু করা হচ্ছে, পয়েন্টটা কী লিগের। উনি প্রশ্ন করেছেন এমন হলে লিগ চালানোর মানে কী! আমরা ১৫ তারিখের আগে তাকে জানাতে পারব।”
সাকিবের তিন ম্যাচের শাস্তি কার্যকর হবে পরের ম্যাচ থেকেই। ফলে ১৩ জুন ওল্ড ডিওএইচএস এবং ১৪ জুন ব্রাদার্সের বিপক্ষে ম্যাচে মোহামেডান খেলবে সাকিবকে ছাড়াই। এখন পর্যন্ত ৯ম রাউন্ড পর্যন্ত সূচি দিয়েছে বিসিবি, ফলে তৃতীয় কোন ম্যাচটি সাকিব খেলতে পারবেন না- সেটি নিশ্চিত নয়। ৭ রাউন্ড শেষে ৮ পয়েন্ট নিয়ে টেবিলে প্রাইম ব্যাংক, আবাহনী ও প্রাইম দোলেশ্বরের পরে আছে মোহামেডান।