ইংলিশ ফুটবলে 'ডোপিং' বিতর্ক
ইংলিশ প্রিমিয়ার লিগের তিনটি ক্লাবের খেলোয়াড়দের বিরুদ্ধে ব্রিটিশ এক গণমাধ্যমের আনা নিষিদ্ধ ড্রাগ গ্রহণের অভিযোগ নাকচ করে দিয়েছে সংশ্লিষ্ট ক্লাবগুলো। জনৈক চিকিৎসকের বরাত দিয়ে লেস্টার সিটি, আর্সেনাল ও চেলসির কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছে ব্রিটিশ দৈনিক সানডে টাইমস।
পত্রিকাটিতে প্রকাশিত প্রতিবেদনের ভাষ্য অনুসারে ড. মার্ক বোনার নামের ওই চিকিৎসক উল্লেখিত ক্লাবগুলোর বেশ কয়েকজন খেলোয়াড় কর্তৃক ‘নিষিদ্ধ ট্রিটমেন্ট’ গ্রহণের মুহূর্ত ক্যামেরাবন্দী করেছেন। তবে ক্লাবগুলো পৃথক পৃথক বিবৃতিতে তাঁদের খেলোয়াড়দের এমন কিছুর সাথে সংশ্লিষ্টতা সরাসরি অস্বীকার করেছে।
প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে এই মুহূর্তে সবার উপরে থাকা লেস্টার সিটির পক্ষ থেকে দেয়া বিবৃতিতে ‘উপযুক্ত প্রমাণ’ ছাড়া এ ধরণের অভিযোগ আনায় হতাশা ব্যক্ত করা হয়েছে, “যেখানে তাঁরা নিজেরাই স্বীকার করে নিয়েছে যে এমন দাবীর স্বপক্ষে তাঁদের কাছে পর্যাপ্ত প্রমাণ নেই, সেখানে খেলোয়াড়দের বিপক্ষে এমন ভিত্তিহীন অভিযোগ আনায় লেস্টার সিটি ফুটবল ক্লাব ভীষণভাবে হতাশ। ডোপিং বিরোধী নীতিমালা পুরোপুরি অনুসরণের জন্য লেস্টার সিটির নিজস্ব সুবিশাল ও পূর্ণাঙ্গ কার্যক্রম চালু রয়েছে।”
অনুরূপ দাবী করা হয়েছে চেলসির তরফে দেয়া বিবৃতিতেও, “সানডে টাইমস আমাদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন। চেলসি ফুটবল ক্লাব কখনই ড. বোনারের কোনো সেবা গ্রহণ করে নি এবং এই ক্লাবের কোনো খেলোয়াড় কখনও তাঁর শরণাপন্ন হয়েছে বলে জানে না। তাছাড়া চেলসির খেলোয়াড়েদেরকে নিয়মিত ও পুঙ্খানুপুঙ্খভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহ পরীক্ষানিরীক্ষা করে থাকে।”
প্রায় অভিন্ন ভাষায় দেয়া বিবৃতিতে এমন অভিযোগকে অবান্তর বলে দাবী করা হয়েছে আর্সেনালের তরফেও।
এদিকে ওই প্রতিবেদনে বলা হয়েছে চেলসির সাবেক ফিটনেস কোচ রব ব্রিন্ডেড এই কার্যক্রমে ড. বোনারকে সহযোগিতা করেছেন। তবে অপর একটি গণমাধ্যমের সাথে আলাপকালে এহেন সম্পৃক্ততার কথা সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন মি. ব্রিন্ডেড।