প্রথম রাউন্ডের শেষ দিন: মিজানুরের সেঞ্চুরি, তামিম-সাকিবের 'শেষ', ফিনিশার নাইম
প্রিমিয়ার লিগে প্রথম রাউন্ডের শেষদিনে এসে দেখা মিলেছে মৌসুমের প্রথম সেঞ্চুরির, তবে শেষ পর্যন্ত ম্যাচের ফলে প্রভাব রাখতে পারেনি ব্রাদার্স ইউনিয়নের মিজানুর রহমানের ৬৫ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস। শেখ জামালের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হয়ে গেছে তাদের, শেষ হতে পারেনি প্রথম ইনিংসই। ৩১ বলে এদিন ফিফটি করেছিলেন মিজানুর, শেষ পর্যন্ত ইনিংসে মেরেছিলেন ১৩টি চারের সঙ্গে ৩টি ছয়। আগেই সুপার লিগের দৌড় থেকে ছিটকে পড়েছিল ব্রাদার্স। শেখ জামালের সুপার লিগও নিশ্চিত হয়েছিল আগেই।
পরিত্যক্ত হয়েছে বিকেএসপিতে ওল্ড ডিওএইচএস ও প্রাইম দোলেশ্বর এবং শাইনপুকুর ও পারটেক্সের ম্যাচও। তবে এতে কপাল পুড়েছে ডিওএইচএসের, ১১ নম্বরে থেকে প্রথম রাউন্ড শেষ করে এখন রেলিগেশন লিগ খেলতে হবে তাদের। তাদের প্রতিপক্ষ দোলেশ্বর এই ম্যাচ ড্র করার পর আছে তিন নম্বরে। বৃষ্টিতে ডিওএইচএসের বিপরীত ভাগ্য হয়েছে শাইনপুকুরের, রেলিগেশন লিগ এড়িয়েছে তারা পরিত্যক্ত ম্যাচের ১ পয়েন্ট দিয়ে। লিগের নিয়ম অনুযায়ী, টেবিলের প্রথম ছয় দল খেলবে সুপার লিগ, সাত থেকে নয়ে থাকা দল থাকবে নিরাপদ, আর শেষের তিনটি দলকে খেলতে হবে রেলিগেশন লিগ- যাদের মধ্য দুই দলকে নেমে যেতে হবে। পারটেক্সের অবশ্য রেলিগেশন লিগে খেলা ছিল নিশ্চিতই, এ ম্যাচ দিয়ে মৌসুমে প্রথম পয়েন্টের দেখা পেয়েছে তারা।
অবশ্য ফল হয়েছে মিরপুরের তিনটি ম্যাচেই। রনি তালুকদারের ১৯ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংসে খেলাঘরের বিপক্ষে ১০ ওভারে ৭৪ রানের লক্ষ্য তারা পেরিয়ে গেছে ৫ বল বাকি থাকতেই। এ ম্যাচ দিয়েই লিগ শেষ করা তামিম এদিন করেছেন ১৩ বলে ৯ রান। এ জয় দিয়ে দাপুটে শেষই করেছে শীর্ষস্থানে থাকা প্রাইম ব্যাংক।
সম্ভবত লিগের শেষ ম্যাচ খেলেছেন সাকিব আল হাসানও। নিষেধাজ্ঞা কাটিয়ে এ ম্যাচ দিয়ে ফিরলেও সুপার লিগে তিনি খেলবেন না মোহামেডান সূত্র অনুযায়ী। যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাবেন তিনি জিম্বাবুয়ে সফরের আগে। তবে যাওয়ার আগে জেতা হয়নি তার। সাতে নামা অধিনায়ক শুভাগত হোমের ২০ বলে ৪২ রানের ইনিংসে ভর করে গাজি গ্রুপের বিপক্ষে ১৪৯ রান করেছিল আগে ব্যাটিং করা মোহামেডান। এরপর চারে নামা ইয়াসির আলি রাব্বির ২৫ বলে ৪৫ ও মুমিনুল হকের ২২ বলে অপরাজিত ২৮ এবং এ দুজনের তৃতীয় উইকেটে ৭১ রানের জুটিতে নির্ধারিত ওভারের ১৭ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে গেছে গাজি গ্রুপ। এ জয় দিয়ে মোহামেডানকেও টপকে গেছে মাহমুদউল্লাহর দল, ১৪ পয়েন্ট নিয়ে তারা আছে ৪ নম্বরে।
দিনের অন্য ম্যাচে চমক দেখিয়েছেন ফিনিশারের ভূমিকায় নামা নাইম শেখ। আগে ব্যাটিং করা রূপগঞ্জ আবাহনীর বিপক্ষে ১৮ ওভারে ১৬২ রান তুলেছিল জাকের আলির ফিফটি, সাব্বির রহমানের ২৭ বলে ৩৫ ও আল-আমিনের ১৪ বলে ২৬ রানে ভর করে। রানতাড়ায় আবাহনীর সবাই ছিলেন কমবেশি আক্রমণাত্মক, তবে ১৪তম ওভারের প্রথম বলেই মোসাদ্দেক হোসেন ফিরলে শেষ ২৯ বলে ৫১ রান প্রয়োজন ছিল তাদের। ছয়ে নামা নাইম করেছেন এরপর ১৯ বলে অপরাজিত ৩৯, ১১ বলে ১৪ রানে অপরাজিত থাকা সাইফউদ্দিনের সঙ্গে তার অবিচ্ছিন্ন জুটি ২ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেছে আবাহনীর। এ জয় দিয়ে সমানসংখ্যক পয়েন্ট নিয়েও জয়ের সংখ্যা বেশি থাকায় প্রাইম দোলেশ্বরকে টপকে দুইয়ে উঠে এসেছে আবাহনী। আর রূপগঞ্জকে এখন খেলতে হবে রেলিগেশন লিগ।
সংক্ষিপ্ত স্কোর
ব্রাদার্স ইউনিয়ন ১৩৩/২, ১৭ ওভার (মিজানুর ১০০*, জাহিদুজ্জামান ২৫, ইলিয়াস সানি ১/৩১, শাকিল ১/৩১) বনাম শেখ জামাল ধানমন্ডি ক্লাব
ম্যাচ পরিত্যক্ত
খেলাঘর সমাজকল্যাণ সমিতি ৬৮/৫, ১৩(১৩) ওভার (শাহরিয়ার ৩১*, নাহিদুল ২/১২, মনির ১/২৪)
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৭৪/৫, ৯.১ ওভার (লক্ষ্য ১০ ওভারে ৭৪) (রনি ৩৯, এনামুল ১৭, ইরফান ২/১৬, মাসুম ১/১৭)
প্রাইম ব্যাংক ৫ উইকেটে জয়ী
ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব ১১০/৩, ১৫ ওভার বনাম প্রাইম দোলেশ্বর
ম্যাচ পরিত্যক্ত
শাইনপুকুর ক্রিকেট ক্লাব ৩৯/১, ৫ ওভার বনাম পারটেক্স স্পোর্টিং ক্লাব
ম্যাচ পরিত্যক্ত
লিজেন্ডস অফ রূপগঞ্জ ১৬২/৫, ১৮ (১৮) ওভার (জাকের ৫২, সাব্বির ৩৫, আল-আমিন ২৬)
আবাহনী লিমিটেড ১৬৪/৫, ১৭.৪ ওভার (১৮ ওভারে লক্ষ্য ১৬৪) (নাইম ৩৯, শান্ত ২৯, মুনিম ২২, আফিফ ২১, শহিদ ২/৪০, সানজামুল ১/১৯)
আবাহনী ডিএলে ৫ উইকেটে জয়ী
মোহামেডান স্পোর্টিং ক্লাব ১৪৯/৯, ২০ ওভার (শুভাগত ৪২, নাদিফ ২৩, মজিদ ২০, মহিউদ্দিন ৪/২৯, মাহমুদউল্লাহ ২/১৯)
গাজি গ্রুপ ক্রিকেটারস ১১৬/৩, ১১.১ ওভার (১৪ ওভারে লক্ষ্য ১১৫) (ইয়াসির ৪৫, মুমিনুল ২৮*, রনি ১/১০, মাহমুদুল ১/২৩)