• ইউরো ২০২০
  • " />

     

    যেভাবে বেলজিয়ামের জয় শেষ ১৬ নিশ্চিত করে দিল ইংল্যান্ড, ফ্রান্সসহ চার দলের

    যেভাবে বেলজিয়ামের জয় শেষ ১৬ নিশ্চিত করে দিল ইংল্যান্ড, ফ্রান্সসহ চার দলের    

    ইতালি সবার আগে উঠেছিল শেষ ষোলোতে। তাদের সঙ্গী হয়েছিল ওয়েলস। তৃতীয় হয়ে অপেক্ষায় ছিল সুইজারল্যান্ড। আজ প্রথম ম্যাচে নেদারল্যান্ডস আর অস্ট্রিয়াও উঠে গেছে শেষ ১৬তে। তবে বেলজিয়ামের ফিনল্যান্ডের বিপক্ষে জয় নিশ্চিত করে দিয়েছে, এখনো শেষ ম্যাচ না খেলা ইংল্যান্ড, ফ্রান্স, চেক প্রজাতন্ত্র ও সুইডেনও চলে যাবে নকআউটে। 

    কীভাবে? কারণ প্রতিটা গ্রুপ থেকে দুইটি করে দল পরের পর্বে তো যাবেই, সেই সঙ্গে ছয়টি গ্রুপ থেকে তৃতীয় হওয়া ছয়টি দলের মধ্যে সেরা চারটি দল যাবে নকআউটে। এই হিসেবে সুইজারল্যান্ড এর মধ্যেই এগিয়ে গেছে ইউক্রেন ও ফিনল্যান্ডের চেয়ে। কারণ শেষ দুই দলের পয়েন্ট ৩ ও সুইসদের পয়েন্ট ৪। তাই সেরা চারটি দলের একটি হিসেবে তারা উঠে গেছে পরের পর্বে।



    অন্যদিকে এই রাউন্ডের আগেও শেষ ১৬-র জন্য অপেক্ষায় ছিল ফ্রান্স, ইংল্যান্ড। কিন্তু বেলজিয়ামের জয়ে নিশ্চিত হয়েছে, তৃতীয় হলেও তারা যাবে পরের পর্বে। ফ্রান্স, ইংল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও সুইডেন- এই চার দলেরই পয়েন্ট ৪। যা ইউক্রেন ও ফিনল্যান্ডের (৩ পয়েন্ট) চেয়ে বেশি। ফলে নিজেরা শেষ ম্যাচ হারলেও সেরা চারটি তৃতীয় দলের একটি হবে তারা। অর্থাৎ অন্য কোনো গ্রুপে তৃতীয় হওয়া কোনো দলের পয়েন্ট ৪ হলেই তারা গ্রুপ 'বি'-এর তৃতীয় দল ইউক্রেন (৩ পয়েন্ট) এবং গ্রুপ 'সি'-এর তৃতীয় হওয়া দল ফিনল্যান্ড (৩ পয়েন্ট)-এর চেয়ে এগিয়ে থাকবে।  

    এই সমীকরণে এখন জার্মানি, পর্তুগাল ও স্লোভাকিয়া ড্র করলেই তিনে থেকেই চলে যাবে নকআউটে। অন্যদিকে ক্রোয়েশিয়া, হাঙ্গেরি ও স্কটল্যান্ডের জয় পেলেই তারা চলে যাবে শেষ ১৬-তে।