প্রিমিয়ার লিগের শেষ রাউন্ড: আবাহনী-প্রাইম ব্যাংকের অলিখিত 'ফাইনাল'
হবে সুপার লিগের ৪ রাউন্ডের পর শীর্ষে থাকা দুই দল। ১৫ ম্যাচ শেষে দুই দলেরই পয়েন্ট ২২, দুই দলের জয়সংখ্যাও সমান। নেট রান-রেটে এগিয়ে আছে আবাহনী, সেক্ষেত্রে শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত হলে শিরোপা জিতবে আবাহনীই।
আগের রাউন্ডে দুই দলেরই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল, তবে তারা হেরে বসেছে নিজদের ম্যাচ। প্রাইম দোলেশ্বরের কাছে হেরেছিল প্রাইম ব্যাংক, শেখ জামালে হোঁচট খেয়েছিল আবাহনী।
আবাহনী-প্রাইম ব্যাংকের এই অলিখিত ফাইনালের সূচিতেও এসেছে পরিবর্তন। আগে সকাল ৯টায় হওয়ার কথা থাকলেও সেটি দুপুরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি। মিরপুরে ম্যাচটি এখন শুরু হবে ২.০০টার সময়।
অবশ্য এ ম্যাচে খেলবেন না মুশফিকুর রহিম বা তামিম ইকবাল। হাঁটুর চোটে সুপার লিগের শুরু থেকেই নেই তামিম, পরে আঙুলের চোটে ছিটকে গেছেন মুশফিকও।
সকাল ৯.৩০-এ তিনে থাকা প্রাইম দোলেশ্বর শেষদিন মুখোমুখি হবে মোহামেডানের। ৩টি ম্যাচ পরিত্যক্ত হওয়া বেশ আঘাত করেছে দোলেশ্বরকে, এখন তাদের পয়েন্ট ২১। ফলে শেষ রাউন্ডে জয়ও যথেষ্ট হবে না তাদের জন্য। অন্যদিকে মোহামেডান আছে ৬ নম্বরে।
শেষদিন শেষ ম্যাচে মুখোমুখি হবে গাজি গ্রুপ ও শেখ জামাল। ১৯ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে আছে শেখ জামাল, গাজির পয়েন্ট ১৭। ফলে কার্যত তাদের লড়াই টেবিলের চার নম্বর পজিশন নিয়ে।
রেলিগেশন লিগ খেলার পর প্রিমিয়ার লিগে নিজেদের জায়গা এর আগে ধরে রেখেছিল লিজেন্ডস অফ রূপগঞ্জ। লিগে জয়শূন্য থাকা পারটেক্সের সঙ্গে রেলিগেটেড হয়ে গেছে ওল্ড ডিওএইচএস।
প্রথম রাউন্ডের পরই নিরাপদ ছিল ব্রাদার্স ইউনিয়ন, শাইনপুকুর ও খেলাঘর।