• অন্যান্য
  • " />

     

    জাতীয় দলের কোচিং স্টাফে রঙ্গনা হেরাথ ও অ্যাশওয়েল প্রিন্স

    জাতীয় দলের কোচিং স্টাফে রঙ্গনা হেরাথ ও অ্যাশওয়েল প্রিন্স    

    বাংলাদেশ জাতীয় দলের কোচিং স্টাফে নিয়োগ দেওয়া হয়েছে রঙ্গনা হেরাথ ও অ্যাশওয়েল প্রিন্সকে। যথাক্রমে স্পিন বোলিং ও ব্যাটিং উপদেষ্টা হিসেবে তাদের নিয়োগের কথা শনিবার এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বিসিবি। 

    সাবেক শ্রীলঙ্কান বাঁহাতি স্পিনার হেরাথের সঙ্গে বিসিবির চুক্তি এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত, তবে প্রিন্স আপাতত ‘জিম্বাবুয়ে সফরের জন্য বিসিবির সঙ্গে কাজ করতে রাজি হয়েছেন’। হেরাথও দলের সঙ্গে যুক্ত হবেন জিম্বাবুয়েতে।



    ২০১৮ সালে ইতিহাসের সফলতম বাঁহাতি স্পিনার হিসেবে অবসর নেওয়ার পর এটিই হেরাথের জন্য প্রথম কোচিংয়ের দায়িত্ব হতে যাচ্ছে। এমনিতে আইসিসি ও শ্রীলঙ্কা ক্রিকেটের লেভেল থ্রি কোচিং সম্পন্ন করেছেন তিনি। প্রিন্সের জন্য কোচিংয়ের ক্ষেত্রে জাতীয় দলের দায়িত্ব এই প্রথম। এর আগে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ব্যাটিং কোচ এবং অন্তর্বর্তীকালীন হেড কোচের দায়িত্ব পালন করেছিলেন সাবেক এই বাঁহাতি ব্যাটসম্যান। হেরাথের মতো প্রিন্সও লেভেল থ্রি কোচ। 

    হেরাথ আসছেন সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরির জায়গায়। গত এপ্রিলে ভেট্টোরির সঙ্গে চুক্তি শেষ হয়েছে বিসিবির, যেটি ছিল দিনসংখ্যার হিসেবে। তবে কোভিড-১৯-এর কারণে ভেট্টোরি আসতে পারেননি বাংলাদেশে, শেষ নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গে কিছুদিন কাজ করেছিলেন তিনি। 

    অবশ্য হেরাথ কাজ করবেন ‘স্বাভাবিক নিয়মেই’, জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আকরাম খান, “ওকে যদি পছন্দ করে খেলোয়াড়রা, সঙ্গে ও যদি ভালো করে তাহলে হয়তো আমরা চিন্তা-ভাবনা করব, বিশ্বকাপের পরে। তবে এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ওকে আমরা চুক্তিতে নিয়ে এসেছি। ও নির্দিষ্ট কিছু দিনের জন্য থাকবে। স্বাভাবিক কোচ যেভাবে আছে সেও ওভাবেই থাকবে।”

    আর ব্যাটিং কোচের ক্ষেত্রে প্রিন্স জায়গা নেবেন ক্রেইগ ম্যাকমিলানের। যদিও সাবেক এই নিউজিল্যান্ড ব্যাটসম্যানকে নিয়োগ দেওয়া হলেও পারিবারিক কারণে শেষ পর্যন্ত আসেননি তিনি। এর আগে এ দায়িত্ব পালন করেছিলেন আরেক দক্ষিণ আফ্রিকান নিল ম্যাকেঞ্জি। 

    প্রিন্সের ব্যাপারে ‘আলোচনা’ হয়েছে হেড কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে, “আমাদের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স- দক্ষিণ আফ্রিকান- খেলোয়াড় হিসেবে তার ‘রেপুটেশন’ অনেক ভালো। একই সঙ্গে কোচের সঙ্গে আলাপ-আলোচনা করে আমরা ওকে নিয়েছি। কোচ ওকে উঁচুদরের হিসেবে ভেবেছে। ওকে আমরা এই সিরিজটার জন্য নিয়েছি। তারপর আমরা দেখে ভবিষ্যতের কথা চিন্তা করব।”