ইউরোর শেষ আটে কে কার মুখোমুখি, ফাইনাল পর্যন্ত কার পথ কেমন
অনেক ঘটনা, অনেক অঘটনের পর ঠিক হয়েছে ইউরোর শেষ আটের লাইনআপ। অঘটনের সংখ্যাই বেশি, কারণ বেশির ভাগ ফেবারিট বাদ পড়ে গেছে এই রাউন্ডেই। বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের সুইজারল্যান্ডের কাছে হারা এর মধ্যে সবচেয়ে বড়। নেদারল্যান্ডস বাদ পড়েছে চেক প্রজাতন্ত্রের কাছে হেরে, ওদিকে বাদ পড়েছে পর্তুগাল-জার্মানিও। তবে ইংল্যান্ড-বেলজিয়াম-ইতালি-স্পেন উঠে গেছে শেষ আটে, এর মধ্যে সবচেয়ে সুবিধাজনক অবস্থায় আছে ইংল্যান্ডই।
কোয়ার্টারে ইংল্যান্ডের প্রতিপক্ষ ইউক্রেন,। তাদের সঙ্গে জিতলে শেষ চারে খেলতে হবে ডেনমার্ক বা চেক প্রজাতন্ত্রের সাথে। অন্যদিকে বেলজিয়াম আর ইতালির একটি বাদ যাবে কোয়ার্টারেই, সেমিতে তাদের প্রতিপক্ষ স্পেন বা সুইজারল্যান্ড। তবে এবারের ইউরোর যে অবস্থা, তাতে হতে পারে যে কোনো কিছুই।