বাংলাদেশে টি-টোয়েন্টি খেলতে আসছেন না উইলিয়ামসন, সাউদি, বোল্টরা
অস্ট্রেলিয়া সিরিজের পর সামনের মাসের শুরুতে নিউজিল্যান্ডের সঙ্গেও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আর সেখানে থাকছেন না উইলিয়ামসন, বোল্ট, স্যান্টনার, সাউদিদের মতো অভিজ্ঞরা। বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ড যে দল ঘোষণা করেছে তাদের কেউই আসছেন না বাংলাদেশ সফরে। টম ল্যাথামকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। পাকিস্তান সফরসহ যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে তাতে নতুন মুখ আছে কিছু।
টম ল্যাথামকে অধিনায়ক করে ঘোষণা করা দলে অভিজ্ঞদের মধ্যে আছেন শুধু ব্রেসওয়েল, নিকোলস, ডি গ্র্যান্ডোমরা। দলে আছেন আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা তিনজন- রাচিন রাবিন্দ্রা, বেন সিয়ার্স ও কোল ম্যাকোনচি।
বাংলাদেশের টি-টোয়েন্টি সফরের স্কোয়াড
টম ল্যাথাম (অধিনায়ক), অ্যালান ফিন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডোম, জ্যাকব ডাফি, ড্যান কুজ্ঞেলিন, কোল ম্যাককোনচি, হেনরি নিকোলস, আয়াজ প্যাটেল, রাচিন রাবিন্দ্রা, বেন সিয়ার্স, টিকনার ও উইল ইয়াং।