ফিফা র্যাংকিংয়ে এগিয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা-ইতালি, নেমে গেল ফ্রান্স
আন্তর্জাতিক সূচিতে ঠাসা ফুটবল মৌসুম শেষে ফিফা র্যাঙ্কিংয়ে অবশেষে এল পরিবর্তন, তবে এর মাঝে খেলা হয়ে গেছে ৩৪৮টি ম্যাচ। এর মাঝে অনুষ্ঠিত হয়েছে বেশ কয়েকটি বৈশ্বিক টুর্নামেন্ট, যার মধ্যে ইউরো, কোপা আমেরিকা, কনকাকাফ গোল্ড কাপ উল্লেখযোগ্য। টুর্নামেন্ট বিজয়ীরা তাই র্যাঙ্কিংয়ে এগিয়েছে কয়েক ধাপ। কোপা আমেরিকা বিজয়ী আর্জেন্টিনার পাশাপাশি ব্রাজিলও তালিকায় ওপরে উঠেছে।
লিওনেল মেসির অসামান্য পারফরম্যান্সে ঘুচেছে তার আন্তর্জাতিক শিরোপার আক্ষেপ, অবসান ঘটেছে আর্জেন্টিনার ২৮ বছরের অপেক্ষার। আর্জেন্টিনা শেষ হেরেছিল ২০১৯ কোপা আমেরিকায়, ব্রাজিলের কাছে সেমি ফাইনালে। এরপর ১৮ ম্যাচ অপরাজিত থাকার পাশাপাশি কোপা আমেরিকা জয়ের প্রতিফলন মিলেছে ফিফা র্যাঙ্কিংয়েও, দুই ধাপ এগিয়ে তালিকায় এখন তারা ছয়ে। ওদিকে ব্রাজিল ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে গেলেও এর আগ পর্যন্ত কোপায় তারা ছিল অপরাজিত, গ্রুপ পর্বে ইকুয়েডরের সাথে ড্র করার আগে টানা ১০ ম্যাচ জিতেছিল তারা। সেটার সুবাদে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে তাদের অবস্থান এখন দুই। অলিম্পিকে স্বর্ণপদকপ্রাপ্তির অবশ্য তাতে কোনও ভূমিকা নেই, যেহেতু অলিম্পিক ফুটবলের ফিফার স্বীকৃতি নেই। অবশ্য ফ্রান্সকেও তারা ধন্যবাদ দিতেই পারে, শেষ ষোলতে টাইব্রেকারে সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নেওয়ায় ফ্রান্স র্যাঙ্কিংয়ের দুই নম্বর স্থান ব্রাজিলকে ছেড়ে দিয়ে নেমে গেছে তিনে।
অসাধারণ এক ইউরো শেষে টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকা রবার্তো মানচিনির ইতালি কাছেই গিয়েছে ইউরোপ সেরার মুকুট। কোয়ালিফায়ার ও মুল টুর্নামেন্টে তাদের এই অনবদ্য পারফরম্যান্সের সুবাদেই তারা শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে, দুই ধাপ এগিয়েছে তারা। অবশ্য ইউরো ফাইনালিস্ট ইংল্যান্ড তাদের আগের অবস্থান চারেই আছে। ওদিকে কনকাকাফ গোল্ড কাপ ফাইনালিস্ট যুক্তরাষ্ট্র (১০) ও মেক্সিকোও (৯) জায়গা করে নিয়েছে শীর্ষ দশে।
দীর্ঘ সময় পরে ফিফা র্যাঙ্কিংয়ে পরিবর্তন এলেও পরের পরিবর্তনটা হবে শীঘ্রই, সেপ্টেম্বরের ১৬ তারিখে। এর আগে বিশ্বকাপ কোয়ালিফিয়ারে তিনটি ম্যাচ খেলতে সেপ্টেম্বরে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা, সেপ্টেম্বরের ৫ তারিখে তারা একে অপরের মুখোমুখিও। পিএসজিতে মেসি-নেইমারের পুনর্মিলনী হলেও জাতীয় দলের জার্সি গায়ে আবারও মুখোমুখি তাদের হতে হচ্ছে শীঘ্রই, আর তাতে র্যাঙ্কিংয়েও আসতে পারে পরিবর্তন।