• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    চ্যাম্পিয়নস লিগ ড্রঃ যা যা জানা প্রয়োজন আপনার

    চ্যাম্পিয়নস লিগ ড্রঃ যা যা জানা প্রয়োজন আপনার    

    চূড়ান্ত হয়ে গেছে চ্যাম্পিয়নস লিগের ড্র। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টায় এই ড্র হবে ইস্তাম্বুলে। কে কে আছে এবার ড্রতে। সেটা একটু খতিয়ে দেখা যাক... 

    কে কে আছে ড্রতে?

    ইংল্যান্ড থেকে সরাসরি চারটি দল কোয়ালিফাই করবে এবারের ড্রতে। স্পেনে সেই সুযগটা পাঁচটি দলের, ইউরোপা লিগ জেতায় ভিয়ারিয়ালও থাকছে এবারের ড্রতে। মোট ২৬টি দল সরাসরি খেলার টিকিট পেয়েছে, আর বাকি ৬টি দলকে পার করে আসতে হয়েছে প্লে অফ।

    স্পেন: অ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, সেভিয়া, ভিয়ারিয়াল

    ইংল্যান্ড: ম্যান সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, চেলসি 

    জার্মানি: বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, আরবি লাইপজিগ, ভলফসবুর্গ 

    ইতালি: ইন্টার মিলান, এসি মিলান, আটালান্টা, জুভেন্টাস 

    ফ্রান্স: লিল, পিএসজি 

    পর্তুগাল: স্পোর্টিং লিসবন, পোর্তো, বেনফিকা 

    রাশিয়া: জেনিত সেন্ট পিটার্সবার্গ

    বেলজিয়াম: ক্লাব ব্রুশ

    ইউক্রেইনঃ ডায়নামো কিয়েভ 

    নেদারল্যান্ডসঃ আয়াক্স আমস্টারডাম 

    তুরস্কঃ বেসিকতাস 

    সুইজারল্যান্ডঃ ইয়াং বয়েজ

    সুইডেনঃ মালমো 

    এর সঙ্গে বুধবার রাতে যোগ হবে আরও তিনটি দল।

     

    কীভাবে হবে ড্র 

    চারটি সিডে দলগুলোকে ভাগ করা হবে। এর মধ্যে আটটি দল শীর্ষ দল থাকবে সিড ওয়ানে। যেখানে আছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি, ইউরোপা চ্যাম্পিয়ন ভিয়ারিয়াল এবং ইউয়েফার কোএফিসিয়েন্টে প্রথম ছয়টি দেশের চ্যাম্পিয়ন ছয় ক্লাব। এই ছয়টি ক্লাব হলো অ্যাটলেটিকো, ম্যান সিটি, ইন্টার মিলান, বায়ার্ন, লিল ও স্পোর্টিং লিসবন। 

    গ্রুপ পর্বে এক দেশের দুইটি ক্লাব একই গ্রুপে পড়বে না। যেমন ম্যান সিটি ও ইউনাইটেড একই গ্রুপে পরবে না। যেসব দেশের দুইটি ক্লাব আছে, যেমন ফ্রান্সের, তাদের দুই দলের খেলা পড়বে দুই দিন। 

    গ্রুপ অফ ডেথ কীভাবে হবে?

    পট ওয়ানে থাকা আটটি দলের বাইরে পট টু তে আছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যান ইউনাইটেড, ম্যান সিটি,লিভারপুল, জুভেন্টাস, পিএসজি, ডর্টমুন্ডের মতো ক্লাবগুলো। এদের কারও সাথে খেলা পড়ে যেতে পারে পট ওয়ানে থাকা ক্লাবগুলোর সঙ্গে। এর বাইরে পট থতিতে থাকা সেভিয়া, লাইপজিগ, এসি মিলানের মতো দলগুলো যদি কোন গ্রুপে পড়ে, তাহলে গ্রুয়প অফ ডেথের সম্ভাবনা অনেক বেশি। 

    ব্রডকাস্টিংও রাখতে পারে ভূমিকা 

    ড্র এমনভাবে হবে, যাতে একই দেশের একের অধিক ক্লাব থাকে তাদের খেলাগুলো মঙ্গল ও বুধবার ভাগাভাগি হয়ে যায়। যেমন সিটি, লিভারপুল মঙ্গলবার খেলবে চেলসি, ইউনাইটেডকে খেলতে হবে পরের দিন। এটাও ভূমিকা রাখতে পারে ড্রতে।

     

    কবে হবে খেলা?

    ম্যাচ ডে ১: ১৪/১৫ সেপ্টেম্বর 

    ম্যাচ ডে ২: ২৮/২৯ সেপ্টেম্বর

    ম্যাচ ডে ৩: ১৯/২০ অক্টোবর

    ম্যাচ  ডে ৪: ২/৩ নভেম্বর

    ম্যাচ ডে ৫: ২৩/১৪ নভেম্বর 

    ম্যাচ ডে ৬: ৭/৮ ডিসেম্বর