• আইপিএল ২০২১
  • " />

     

    সাউদি, রশিদ, শামসি...: আইপিএলের দ্বিতীয় পর্বে যোগ দিচ্ছেন যারা

    সাউদি, রশিদ, শামসি...: আইপিএলের দ্বিতীয় পর্বে যোগ দিচ্ছেন যারা    

    আগামী ১৯ সেপ্টেম্বরে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে আইপিএলের দ্বিতীয় পর্ব। এর আগে ভারতে করোনা পরিস্থিতিতির অবনতির জন্য মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল। বিশ্বকাপের ঠিক আগেই আরব আমিরাতেই আইপিএল হতে যাচ্ছে বলেই অনেক আন্তর্জাতিক দল তাদের খেলোয়াড়দের আইপিএলে খেলার সুযোগ দিচ্ছে। আইপিএলের জন্যই বাংলাদেশে আসছে না মূল নিউজিল্যান্ড দল।

    একইসাথে অনেক দল তাদের খেলোয়াড়দের ফিটনেস বিবেচনায় নিয়ে আইপিলের অনুমতি দেয়নি। আর বেশ কিছু খেলোয়াড় ইনজুরি বাঁ ব্যক্তিগত কারণে আইপিএল খেলতে পারবেন না। আইপিএলের দলগুলোয় তাই এসেছে বেশ কিছু পরিবর্তন।  

    কলকাতা নাইটরাইডারস

    নতুন খেলোয়াড়: টিম সাউদি

    সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে চান বলে আইপিএলে না ফেরার কথা আগেই জানিয়ে দিয়েছেন প্যাট কামিন্স। তার পরিবর্তে ৭ম স্থানে থাকা কোলকাতা নাইটরাইডারস দলে ভিড়িয়েছে এর আগে আইপিএলের টানা ৬ আসরে খেলা কিউই পেসার টিম সাউদিকে। 

    পাঞ্জাব কিংস

    নতুন খেলোয়াড়: নাথান এলিস, আদিল রশিদ 

    এবারের আইপিএলে প্রথম খেলতে আসা অস্ট্রেলিয়ান দুই পেসার রাইলি মেরেডিথ ও ঝাই রিচার্ডসন থাকছেন না। বাংলাদেশ সফরে এসে অভিষেকেই হ্যাটট্রিক করা নাথান এলিস তাই সুযোগ পেয়েছেন তার দারুণ পারফর্ম্যান্সের জন্য। সাথে অভিজ্ঞ ইংলিশ স্পিনার আদিল রশিদকেও দলে ভিড়িয়েছে পয়েন্ট টেবিলে ৬ষ্ঠ স্থানে থাকা পাঞ্জাব কিংস

     

    রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু

    নতুন খেলোয়াড়: ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্ত চামিরা, টিম ডেভিড

    নিউজিল্যান্ডের বাংলাদেশ ও পাকিস্তান সফরের দলে থাকায় আইপিএল খেলতে পারবেন না ফিন অ্যালেন। এছাড়াও বিরাট কোহলির দল পাচ্ছে না দুই অস্ট্রেলিয়ান অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসনকে। ভারতের শ্রীলঙ্কা সফরে দারুণ পারফর্ম্যান্সের সুবাদে তাদের পরিবর্তে তাই সুযোগ পাচ্ছেন লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও পেসার দুশমন্ত চামিরা। এছাড়াও বেঙ্গালুরু দলে ভিড়িয়েছে সিঙ্গাপুরের ব্যাটসম্যান টিম ডেভিডকে। 

     

    রাজস্থান রয়্যালস

    নতুন খেলোয়াড়: গ্লেন ফিলিপস, তাব্রেইজ শামসি

    ইনজুরির কারণে জফরা আর্চার ও মানসিক স্বাস্থ্যের জন্য বেন স্টোকস আপাতত ক্রিকেটেরই বাইরে। দ্বিতীয় সন্তানের আগমন উপলক্ষে আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন আরেক ইংলিশ জস বাটলার। তাদের জায়গায় দলে এসেছেন কিউই ব্যাটসম্যান গ্লেন ফিলিপস ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার তাব্রেইজ শামসি। মোস্তাফিজুর রহমানদের সাথে এই দক্ষিণ আফ্রিকান চায়নাম্যানের সংযোজন নিশ্চিতভাবেই ৫ম স্থানে থাকা রয়্যালসদের বোলিং আক্রমণের ধার বাড়াবে।