সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ডেল স্টেইন
সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ডেল স্টেইন। সামাজিক যোগাযোগমাধ্যম এক বার্তায় জানিয়েছেন এই ঘোষণা।
২০ বছর আগে দক্ষিণ আফ্রিকার এই ৩৮ বছর বয়সী পেসার শুরু করেছিলেন পেশাদার ক্যারিয়ার। এরপর ২০০৪ সালে দক্ষিণ আফ্রিকায় অভিষেক হয়। গতি আর বলের ওপর দারুণ কন্ট্রোল নিয়ে নিজেকে প্রতিষ্ঠা করে ফেলেন দলে। কিন্তু চোটের সঙ্গে লড়তে হয়েছে প্রায় নিয়মিতই। ৩০ পেরুনোর পর অনেকটা সময় চোটের জন্য বাইরে ছিলেন। ২০১৯ সালে দেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছিলেন, এরপর অবসর নিয়েছেন সেই ফরম্যাট থেকে।
টি-টোয়েন্টিতে অবশ্য খেলে যাচ্ছিলেন তিনি। ২০২০ সালেও খেলেছেন দক্ষিণ আফ্রিকার হয়ে। সর্বশেষ এই বছরের মার্চে পিএসএল খেলেছেন কোয়েটার হয়ে। এটি তার সর্বশেষ স্বীকৃত ম্যাচ। এরপর আর মাঠে নামেননি।
দেশের হয়ে ৪৩৯ টেস্ট উইকেট নিয়েছেন স্টেইন, যা তার সর্বোচ্চ। সব ফরম্যাট মিলে ১৫ বছরে নিয়েছেন ৬৯৯ আন্তর্জাতিক উইকে। তবে সংখ্যা খুব কমই বোঝাতে পারবে তার মাহাত্ম্য। যে কোনো রকম পিচে বলকে কথা বলানোর ক্ষমতা, বিশেষ করে উপমহাদেশের মরা পিচের জন্য তিনি অনন্য।