• বিশ্বকাপ বাছাই
  • " />

     

    ব্রাজিল-আর্জেন্টিনার সুপারক্লাসিকো: খেলা কবে, কখন, কোথায় ও আরও কিছু প্রশ্ন

    ব্রাজিল-আর্জেন্টিনার সুপারক্লাসিকো: খেলা কবে, কখন, কোথায় ও আরও কিছু প্রশ্ন    

     

    কবে ও কখন: ৬ সেপ্টেম্বর (বাংলাদেশের ৫ সেপ্টেম্বর দিবাগত রাতে) ১টায়

    কোথায়: নিউ কুইমিক এরেনা, সাউ পাওলো

    খুব বেশিদিন হয়নি ব্রাজিল-আর্জেন্টিনার কোপার সেই মহারণ হয়েছে। লিওনেল মেসির হাতে উঠেছে প্রথম কোনো আন্তর্জাতিক বড় শিরোপা, মারাকানায় শোকে আকুল হয়েছেন নেইমাররা। এরপর নেইমার-মেসি গলা মিলিয়ে আলিঙ্গন করেছেন, মাঠের প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়ে বন্ধুত্বের সেই জয়গান ধ্বনিত হয়েছে। তারপর বদলেও গেছে অনেক কিছু। মেসি বার্সেলোনা থেকে পিএজসিতে এসেছেন, নেইমারকে আবার পেয়েছেন সতীর্থ হিসেবে। এবং এরপর ব্রাজিলের মাঠে আজ আবার দুজন মাঠে নামবেন প্রতিপক্ষ হিসেবে। আরেকটি ব্রাজিল-আর্জেন্টিনা সুপারক্লাসিকো যে দুয়ারে কড়া নাড়ছে! তার আগে অবশ্যই দুই দলের সামনে আছে আরও বেশ কিছু প্রশ্ন। 

    জেসুসদের শুন্যতা পূরণ হবে কী করে? 

    ব্রাজিলের জন্য  সবচেয়ে বড় চিন্তার খবর হয়ে এসেছে তাদের মূল একাদশের অনেকের অনুপস্থিতি। সমস্যা হয়েছে আসলে ইনবগ্লিশ লিগগুলো বেঁকে বসার পর। করোনা পরিস্থিতিতে লাল তালিকাভুক্ত দেশের খেলোয়াড়দের ছাড়বে না, বলে বসেছে ইংলিশ ক্লাবগুলো। সেজন্য ব্রাজিলের ইংলিশ লিগে থাকা এডারসন, এলিসন, জেসুস, ফিরমিনোসহ মোট নয় জন নেই এবার, যাদের অনেকেই হয়তো থাকতেন মূল একাদশে। পরে রাশিয়ায় খেলা দুজনকেও ডেকে পাঠিয়েছে তাদের ক্লাব। সেজন্য এখন বিকল্পদের ওপর ভরসা করতে হচ্ছে তিতেকে। 

    মার্কিনিওসের জায়গায় কে?

    আপাতত তিতের বড় মাথাব্যথা, আজকের ম্যাচে সাসপেনশনে থাকা মার্কিনিওসের জায়গায় কে থাকবেন? এডার মিলিতাওয়ের সাথে মিলে মার্কিনিওস বেশ ভালোই সামাল দিচ্ছিলেন রক্ষণ, থিয়াগো সিলভা না থাকলেও সেই জায়গায় তিতের চিন্তা ছিল না। কিন্তু তিতে আজ মার্কিনিওসের জায়গায় কাকে খেলাবেন? অভিজ্ঞ মিরিন্ডা ২০১৮ সালের পর ডাক পেয়েছেন এবার। আবার বেনফিকায় খেলা ডিফেন্ডার লুইস ভেলিসিমিও ভালো করছেন। তিতে এই দুজনের মধ্যে থেকে একজনকে বেছে নিতে পারেন। 

    শেষের ম্যাচে মেসি পেলেকে ছুঁতে পারবেন?

    লিওনেল মেসি দুই মাসের মধ্যে আজ আবার ব্রাজিলে খেলছেন। তবে এই ম্যাচটার গুরুত্ব অন্যরকম। হতে পারে, ব্রাজিলের মাটিতে এটা তার শেষ প্রতিযোগিতামূলক কোনো ম্যাচ। ২০২২ বিশ্বকাপের আগে ব্রাজিলের মাঠে আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার কথা নয় আর্জেন্টিনার। অন্যদিকে মেসির ব্রাজিলের মাঠে প্রতিযোগিতামূলক ম্যাচে কোনো গোলও নেই। আজ গোল করলে পেলের ৭৭ গোলের কীর্তির পাশে বসবেন। সেটাও আবার পেলের দেশে। আগের ম্যাচে খুব একটা ভালো খেলেননি। মেসি কি আজ ছুঁতে পারবেন পেলেকে?

    কুনহা-রিবেইরোদের সুযোগ হবে?

    জেসুস-রিচার্লিসনরা না থাকায় তিতে আগের ম্যাচে ভিনিসিয়াস-গাবিগোলদের ওপর ভরসা করেছিলেন। অরে অবশ্য বদলি হিসেবে নেমে গোল পেয়েছিলেন এভারটন রিবেইরো। আজ কি এভারটন শুরু থেকে একাদশে থাকবেন? অ্যাটলেটিকোতে যোগ দেওয়া ম্যাথুস কুনহা কি একাদশে একটা সুযোগ পাবেন? 

    আর্জেন্টিনার ফর্মেশন কী হবে? 

    লিওনেল স্কালোনির আপাতত খুব বেশি দুশ্চিন্তা নেই। নিষেধাজ্ঞার পর ফিরছেন রোমেরো, আজ একাদশে তাকে রাখবেন কি না সেটা অবশ্য প্রশ্ন। এমনিতে আর্জেন্টিনার বাকি একাদশ মোটামুটি সেট, আগের ম্যাচে ভেনেজুয়েলাকে হারিয়ে আত্মবিশ্বাসও ঝালাই করে নিয়েছে তারা। স্কালোনি এখন ৪-২-৩-১ না ৪-৪-২, কোন ফর্মেশনে খেলাবেন সেটাই প্রশ্ন।