• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    লেস্টারের জয়ে রানিয়েরির চোখে জল

    লেস্টারের জয়ে রানিয়েরির চোখে জল    

    বরাবরই বলে আসছেন, কাগজে-কলমে শিরোপা নিশ্চিত হওয়ার আগে আবেগে গা ভাসাতে চান না। কিন্তু এমন স্বপ্নযাত্রায় কাঁহাতক আর ভাবলেশহীন থাকা যায়? সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচের শেষ বাঁশি বাজতেই করতালিতে শিষ্যদের অভিনন্দিত করতে করতে দু’ চোখ ছলছল করে উঠলো ক্লদিও রানিয়েরির। ভার্ডির জোড়া গোলে আরও তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল লেস্টার সিটি।

     

     

    ম্যাচ শেষের সংবাদ সম্মেলনেও আসন্ন স্বপ্নপূরণের আবেগটুকু ছুঁয়ে গেলো ৬৪ বছর বয়সী ইতালীয় ভদ্রলোককে, “কেউ ভাবে নি আমরা এই জায়গায় থাকবো। কিন্তু আমরা এতদূর চলে এসেছি...আসলে ভিতরের আবেগটুকুই তো এটা সম্ভব করেছে, তবে সেটা ঠিক কি ধরণের আবেগ বলে বোঝানো কঠিন।”

    কিন্তু চূড়ান্ত সাফল্য আসার আগে আবেগটায় লাগাম দিয়ে রাখতে চান রানিয়েরি, “সমর্থকদের স্বপ্ন দেখতে বাঁধা নেই। কিন্তু আমাদের মনোযোগ সরে গেলে চলবে না। ঘরের মাঠে এখনও দুটো কঠিন ম্যাচ বাকি, এখনও আমরা কিছুই জিতি নি। আমাদেরকে শান্ত, স্থির, সুসংহত থেকে মনোযোগ ধরে রেখে এগিয়ে যেতে হবে...আমি লড়াই এবং কেবলই লড়াই চাই।”

    প্রতিপক্ষের মাঠের গ্যালারি থেকে পাওয়া সমর্থনটুকুর জন্য আলাদা করে কৃতজ্ঞতা প্রকাশ করতেও ভোলেন নি লেস্টার ম্যানেজার, “স্রেফ অসাধারণ। যারা খেলা দেখতে এখানে এসেছিলেন, তাঁদের প্রত্যেককে আমি আলাদা করে ধন্যবাদ দিতে চাই।”