• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ইউনাইটেডে যেতে চান ইব্রা, তবে...

    ইউনাইটেডে যেতে চান ইব্রা, তবে...    

    চলতি মৌসুমের শেষ হচ্ছে ফ্রেঞ্চ ক্লাব পিএসজির সাথে তাঁর চুক্তি। এরপর কোথায় যাচ্ছেন তিনি? কোনো সম্ভাবনাই এই মুহূর্তে উড়িয়ে দিচ্ছেন না ইব্রাহিমোভিচ। গত মার্চেই সুনির্দিষ্ট করে উল্লেখ করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতি আগ্রহের কথা। তবে স্কাই স্পোর্টসের বিশেষ সূত্র বলছে কেবলমাত্র ভ্যান গাল ওল্ড ট্র্যাফোর্ড ত্যাগ করলে রেড ডেভিলদের জার্সি গায়ে তোলার চিন্তা করতে পারেন তিনি!

     

    ২০১১ সালে প্রকাশিত তাঁর আত্মজীবনীতে এই সুইডিশ তারকা ভ্যান গালের সাথে তাঁর বৈরি সম্পর্কের ব্যাপারটি উল্লেখ করেছিলেন। প্রসঙ্গত, ইব্রা আয়াক্সে থাকাকালে ডাচ ক্লাবটির ট্যাকনিক্যাল ডিরেক্টর ছিলেন ভ্যান গাল।

     

    চলতি মৌসুমে ইউনাইটেডে ভ্যান গালের অবস্থান বরাবরী ছিল প্রশ্নবিদ্ধ এবং ভীষণ নড়বড়ে। সময়ে সময়ে তাঁর চাকরী খোয়ানোর শংকা তৈরি হয়েছে একাধিকবার। টটেনহ্যামের কাছে গতকালও ৩-০ গোলে হেরে বসা রেড ডেভিলরা নিজেদের শেষ দশ ম্যাচের চারটিতেই হার দেখেছে। এমন প্রেক্ষিতে এ মৌসুম শেষে এই ডাচ কোচের প্রস্থান একরকম নিশ্চিতই।

     

    আর তেমন কিছু হলে ইউনাইটেডে দেখা যেতে পারে ইব্রাহিমোভিচকে। ৩৪ বছর বয়সী এই স্ট্রাইকার মনে করেন সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে আরও অন্তত দু’ বছর দাপটের সাথেই খেলার সামর্থ্য রাখেন তিনি। আর সেটা হতে পারে ইউনাইটেডের মতো দলের হয়েও। তবে শর্ত একটাই, ভ্যান গালের ডাগ আউটে থাকা চলবে না!