• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    ফার্গি টাইমে জয় এনে দিলেন রোনালদো, হেরে গেল চেলসি-বার্সেলোনা

    ফার্গি টাইমে জয় এনে দিলেন রোনালদো, হেরে গেল চেলসি-বার্সেলোনা    

    ম্যাচের সময় প্রায় শেষের দিকে। ওল্ড ট্রাফোর্ডে পয়েন্ট হারানোর শংকায় ম্যানচেস্টার ইউনাইটেড। এমন সময় বাঁদিকে মাতিচের কাছ তেকে বল পেলেন ফ্রেড। তার ক্রসটা খুঁজে নিল রোনালদোকে, হেড দিয়ে লে অফ করলেন লিনগার্ডকে। ফিরতি বলটা লিনগার্ড এগিয়ে দিলেন রোনালদোর দিকে, ডান পায়ের শট সিআর সেভেনের, ভিয়ারিয়াল গোলরক্ষকের হাতে লেগে বল জড়িয়ে যায় জালে। রোনালদো ফার্গি-টাইমে পেলেন গোল, কী অদ্ভুত আজ স্যার অ্যালেক্স ফার্গুসন নিজেও ছিলেন গ্যালারিতে। আর তাতেই ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারাল ইউনাইটেড। ওদিকে জুভেন্টাসের মাঠে ফেদেরিকো কিয়েসার গোলে হেরে গেছে চেলসি। আর বেনফিকার কাছে গুণে গুণে তিন গোল হজম করেছে বার্সেলোনা। 

    রোনালদো আজ মাঠে নামার আগেই একটা ইতিহাস গড় ফেলেছিলেন। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে ক্যাসিয়ার সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটা ছাড়িয়ে গিয়েছিলেন। যদিও মনে হচ্ছিল, দিনটা হয়তো স্মরণীয় হয়ে থাকবে না তার। পুরো ম্যাচে খুব বেশি কিছু করার সুযোগ পাননি, বার কয়েক বলও হারিয়েছেন। কিন্তু শেষে গিয়ে করলেন বাজিমাত। 

    তবে ভিয়ারিয়াল নিজেদের দুর্ভাগা ভাবতেই পারে। পরিষ্কার সুযোগ তারাই বেশি পেয়েছিল, প্রথমার্ধেই এগিয়ে যেতে পারত তারা। দেভভিড ডি গিয়া একবার বাঁচিয়েছেন, আরেকবার পাকো আলকাসের বাইরে মেরেছেন। দ্বিতীয়ার্ধে অবশ্য এগিয়ে যায় তারা। ৫৩ মিনিটে পুরো ম্যাচের সেরা খেলোয়াড় ডানজুমার পাস থেকে বল পেয়ে আলকেসের জড়িয়ে দেন জালে। ৭ মিনিট পরেই সমতা ফেরায় ইউনাইতেড। এবার ব্রুনো ফার্নান্দেজের ডান দিক থেকে ফ্রিকিকটা গিয়ে পরে অ্যালেক্স তেলেসের কাছে। বাঁ পায়ের ওয়ান টাইম ভলিতে সেটা দারুণভাবে জালে জড়িয়ে দেন। এরপর ভিয়ারিয়াল আরও সুযোগ পেয়েছিল, ডি গিয়া অবিশ্বাস্যভাবে বাঁচিয়ে দিয়েছেন। শেষ দিকে এসে কাভানি পেয়েছিলেন সুযোগ, কাজে লাগাতে পারেননি। পরে বাজিমাত করেছেন রোনালদোই। 

    ওদিকে জুভেন্টাস বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়েছে কিয়েসার একমাত্র গোলে। প্রথমার্ধে দুই দল সুযোগ পেলেও কেউ গোল পায়নি। দ্বিতীয়ার্ধের ১০ সেকেন্ডের মাথায় এগিয়ে যায় জুভেন্টাস। রাবিওট থেকে বার্নাডেস্কি হয়ে কিয়েসার কাছে আসে বল, কিছু বুঝে ওঠার আগেই বাঁ পায়ের শটে জালে জড়িয়ে দেন। ২০০৩ সালের পর দ্বিতীয়ার্ধে চ্যাম্পিয়নস লিগে এটাই দ্রুততম গোল। এরপর চেলসি ম্যাচে ফেরার চেষ্টা করেছিল, কাজে লাগাতে পারেনি। 

    বেনফিকা তাদের মাঠে দুঃস্বপ্ন উপহার দিয়েছে বার্সাকে। ডারউইন নুনেজের গোলে শুরুতেই এগিয়ে যায় তারা। পরে রাফা সিলভা ব্যবধান বাড়িয়েছেন। আর ৭৯ মিনিটে নুনেজের দ্বিতীয় গোলে দুর্দশা পুর্ণ হয়েছে বার্সার।