পিএসজির মানের দল নেই প্রিমিয়ার লিগে!
এই মৌসুম শেষে ফরাসী চ্যাম্পিয়নদের সাথে চুক্তি শেষ হচ্ছে ইব্রাহিমোভিচের। এরপর কোথায় যাচ্ছেন- এমন প্রশ্নে কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছেন না এই সুইডিশ তারকা ফুটবলার। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রতি আগ্রহের কথা আলাদা করেই উল্লেখ করেছেন সম্প্রতি। কিন্তু তাঁর বর্তমান দল পিএসজির অধিনায়ক থিয়াগো সিলভা বলছেন তেমন কিছু হলে সেটা ইব্রার জন্য একরকম ‘অবনমন’ই হবে! কারণ তাঁর মতে পিএসজির মানের কোনো দলই নাকি নেই প্রিমিয়ার লিগে!
সিলভা তাই চান না ইব্রা ফ্রান্স ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমান, “আমি জানি ইংল্যান্ড থেকে তাঁর কাছে প্রস্তাব আছে এবং অবশ্যই এটা অনেক বড় লিগ- কিন্তু আমার মনে হয় না এই মুহূর্তে ইংল্যান্ডে পিএসজির মানের কোনো দল আছে। আমার মতে প্রিমিয়ার লিগে যোগ দেওয়াটা তাই তাঁর জন্য একরকম ‘অবনমন’ই হয়ে যাবে।”
দীর্ঘদিনের সতীর্থর প্রশংসায় পঞ্চমুখ পিএসজি অধিনায়ক বলছেন ইব্রাবিহীন দলের কথা তিনি ভাবতেও পারছেন না, “ও আমার খুব ভালো বন্ধু। এই চৌত্রিশ বছর বয়সে এসে ও ফুটবলার হিসেবেও নিজের সেরা সময়টা কাটাচ্ছে। এই মুহূর্তে সে বিশ্বের অন্যতম সেরা। তাঁর জুড়ি মেলানোটাও কঠিন।...সবমিলিয়ে আমি অবশ্যই চাই সে পিএসজিতে থাকুক। ওকে ছাড়া দল কল্পনাই করতে পারি না।”