এলিসন, মার্টিনেজসহ যে ১৬ জন লাতিন থাকছেন না এ সপ্তাহের ইপিএলে
দুই সপ্তাহের আন্তর্জাতিক বিরতির পর শনিবার লিভারপুল-ওয়াটফোর্ড ম্যাচ দিয়ে আবার মাঠে গড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। তবে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের কারণে এ সপ্তাহে লাতিন খেলোয়াড়দের প্রিমিয়ার লিগে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। দুই দিনেরও কম সময়ে বিশ্বকাপ বাছাই ও প্রিমিয়ার লিগের ম্যাচ পড়ে যাওয়ায় নিজেদের ক্লাবের হয়ে নামতে পারছেন না প্রায় ১৬ জন ফুটবলার।
‘রেড লিস্ট’-এ থাকা সত্ত্বেও ক্লাবগুলোর অনুরোধে লাতিন অঞ্চলের ফুটবলারদের জন্য কোয়ারেন্টিন বাধ্যবাধকতা শিথিল করেছিল ব্রিটিশ সরকার। কিন্তু বাছাইপর্ব ও প্রিমিয়ার লিগের ম্যাচ খুবই কাছাকাছি হয়ে যাওয়ায় এখনই ফিরতে পারছেন না সে দেশের ফুটবলাররা। বিশেষ করে, ক্লাবগুলো তাদের খেলোয়াড়দের আগে ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও তা প্রত্যাখ্যান করেছে ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যানেজমেন্ট।
এই ১৬ জন খেলোয়াড়ের ১২ জনই আছেন ব্রাজিল ও আর্জেন্টিনা দলের স্কোয়াডে। বাংলাদেশ সময়ে শুক্রবার ভোরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে নামছে দুই দল, যেখানে ব্রাজিল খেলছে উরুগুয়ের বিপক্ষে। অন্যদিকে আর্জেন্টিনা মাঠে নামছে পেরুর বিপক্ষে।
ইংলিশ প্রিমিয়ার লিগে যারা খেলতে পারছেন না এই সপ্তাহে:
লিভারপুল (বনাম ওয়াটফোর্ড, শনিবার)
অ্যালিসন (ব্রাজিল)
ফাবিনিও (ব্রাজিল)
ম্যানচেস্টার সিটি (বনাম বার্নলি, শনিবার)
এডেরসন (ব্রাজিল)
গ্যাব্রিয়েল জেসুস (ব্রাজিল)
ম্যানচেস্টার ইউনাইটেড (বনাম লেস্টার সিটি, শনিবার)
এডিনসন কাভানি (উরুগুয়ে)
ফ্রেড (ব্রাজিল)
অ্যাস্টন ভিলা (বনাম উলভস, শনিবার)
এমি মার্টিনেজ (আর্জেন্টিনা)
ডগলাস লুইজ (ব্রাজিল)
লিডস ইউনাইটেড (বনাম সাউদাম্পটন, শনিবার)
রাফিনহা (ব্রাজিল)
চেলসি (বনাম ব্রেন্টফোর্ড)
থিয়াগো সিলভা (ব্রাজিল)
টটেনহাম (বনাম নিউক্যাসল, রবিবার)
ক্রিস্টিয়ান রোমেরো (আর্জেন্টিনা)
জিওভানি লো সেলসো (আর্জেন্টিনা)
এমারসন রয়াল (ব্রাজিল)
ডাভিনসন সানচেজ (কলম্বিয়া)
নিউক্যাসল (বনাম টটেনহাম, রবিবার)
মিগেল আলমিরন (প্যারাগুয়ে)
এভারটন (বনাম ওয়েস্ট হ্যাম, রবিবার)
ইয়েরি মিনা (কলম্বিয়া)