• টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১
  • " />

     

    সত্যিটা স্বীকার করে নিলেন তাসকিন

    সত্যিটা স্বীকার করে নিলেন তাসকিন    

    আরও একটা ম্যাচ, আরও একটা পরাজয়। এবারও সিনিয়রদের কেউ আসেননি সংবাদ সম্মেলনে, আসেননি টিম ম্যানেজমেন্টের কেউ। যিনি এসেছিলেন, সেই তাসকিন আহমেদ আজ ছিলেন বাংলাদেশের সেরা পারফর্মার। অসহায় তাসকিন, স্বীকার করে নিলেন টি-টোয়েন্টিতে বাংলাদেশ অতটা ভালো দল নয়। 

     তাসকিনের নিজের আজ খুব বেশি করারও ছিল না একা। তারপরও সম্ভবত নিজের সেরাটাই দিয়েছেন। প্রথম ওভারেই ফিরিয়ে দিয়েছেন হেন্ড্রিক্সকে। পরে আউট করেছেন মার্করামকে। ৪ ওভারের স্পেলে উইকেট টেকিং ডেলিভারি ছিল বেশ কটি। আজকের ম্যাচে বাংলাদেশের একমাত্র ইতিবাচক দিক সম্ভবত এটাই। কিন্তু হারের বেদনা নিয়ে তো ব্যক্তিগত অর্জন নিয়ে প্রগলভ হওয়া যায় না। তাসকিনও পারলেন না। 

    সংবাদ সম্মেলনে তাই তাসকিনের দিকেই প্রশ্নের তোপ ছুটল। তাসকিনও বললেন, 'আসলে আমরা তো ব্যাকফুটে, কিছু ম্যাচ হারাতে। ব্যাটিংয়ে আত্মবিশ্বাস কম থাকার কারণে ভালো হয়নি। ওরা খুব ভালো বল করছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বেশি করতে না পারায় ম্যাচটা হেরে গেছি। '

    আজ উইকেট যেমন ছিল, তাতে আর ৩০-৪০ রান বেশি হলেই ম্যাচটা অন্যরকম হতে পারত বলে তাসকিনের ধারণা, 'এমনিতে ১৪০-১৫০ অনেক ফাইটিং স্কোর হচ্ছে। আজকে ১২০-২৫ হলে গল্পটা অন্যরকম হতে পারত। বাকি ম্যাচের তুলনায় আজ উইকেট একটু অন্যরকম ছিল। সেকেন্ড হাফেও আসলে উইকেটে বোলাররা সহায়তা পাচ্ছিল, অফ দ্য পিচ মুভমেন্ট হচ্ছিল। আজ ব্যাটিংটা আরেকটু ভালো হলে আমরা সম্ভবত ফাইট দিতে পারতাম।'

    কিন্তু শেষ কথা হচ্ছে, টি-টোয়েন্টিতে বাংলাদেশ পারছে না। তাহলে কি এই ফরম্যাট কি বাংলাদেশের জন্য নয়? তাসকিন কিছুটা অসহায় হয়ে মেনেই নিলেন, 'হ্যাঁ, এটা ঠিক এই ফরম্যাটে আমরা অতটা ভালো নই। ওয়ানডেতেই আমরা বেশি স্বচ্ছন্দ। তারপরও এটা ঠিক, আমাদের সামর্থ্য যেটাই আছে সে অনুযায়ীও আমরা খেলতে পারিনি। দুইটি ক্লোজ ম্যাচ আমরা হেরে গেছি। সেগুলো জিতলে হয়তো গল্পটা এরকম হত না।'