গা বাঁচিয়ে খেলছে চেলসি!
স্মরণকালের সবচেয়ে বাজে সময়টাই পার করছে ‘দ্য ব্লু’ শিবির। মৌসুমের মাঝামাঝিতে চাকরি খোয়ালেন হোসে মরিনহো, অন্তর্বর্তী সময়ের জন্য দায়িত্ব নিয়ে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের উল্টোরথে ক্ষণিকের বাঁধ দিয়েছিলেন গাস হিডিংক। কিন্তু মৌসুমের শেষ নাগাদ চেলসির দশা ফের ত্রাহি মধুসূদন। ডাগ আউট ছাড়ার আগে খেলোয়াড়দের ‘বিশ্বস্ততা’ নিয়ে প্রশ্ন তুলেছিলেন মরিনহো। মৌসুমের গোধূলি বেলায় এসে এবার হিডিংক মনে করছেন আসন্ন ইউরোর জন্য নিজেদের শক্তি সঞ্চয় করতে শুরু করে দিয়েছেন চেলসির অনেক খেলোয়াড়!
ম্যানচেস্টার সিটির কাছে গত শনিবার ঘরের মাঠে হারতে হয়েছে ৩-০ ব্যবধানে। প্রথম লেগে সিটির মাঠে অনুষ্ঠিত ম্যাচের ফলটাই ফিরে আসলো। সব ধরণের আসর মিলিয়ে সর্বশেষ সাত ম্যাচে একটিমাত্র জয় পাওয়া চেলসির লিগ টেবিলে এই মুহূর্তের অবস্থান দশ নম্বরে।
তবে কি চলতি লিগের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন চেলসির খেলোয়াড়রা? অপেক্ষার প্রহর গুণতে শুরু করেছেন ইউরোর জন্য? হিডিংক মনে করেন তেমন হওয়াটা অস্বাভাবিক নয়, “হতেই পারে। কিন্তু সে জন্য আমি তাঁদেরকে দোষ দিতে পারি না।”
দোষ না দিলেও ডাচম্যানের কথায় খোঁচার সুরটা স্পষ্টই, “অনেকেই এভাবে ভাবতে পারে...আমি তো আর তাঁদের মন বা মগজে ঢুকে দেখতে পারছি না। হয়তো কেউ কেউ ইউরোর জন্য দিন গোনা শুরু করে দিয়েছে। সত্যি বলতে কিছু পাবার সম্ভাবনা বা হারানোর শঙ্কা না থাকলে কিছু মানুষ পুরো মনোযোগ ধরে রেখে হাতের কাজটুকু শেষ করতে পারে না।”