পাকিস্তান সিরিজে মাহমুদউল্লাহই অধিনায়ক, নেই মুশফিক, বাদ সৌম্য-লিটন
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ১৬ জনের দল ঘোষণা করেছে বিসিবি। মাহমুদউল্লাহই থাকছেন অধিনায়ক, তবে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম নেই। বাদ পড়েছেন লিটন দাস ও সৌম্য সরকার।
১৬ জনের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী ও পেসার শহীদুল ইসলাম। দলে ফিরেছেন আমিনুল ইসলাম বিপ্লব, আছেন এখনো আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা ইয়াসির আলী রাব্বি। নাজমুল হোসেন শান্ত ও সাইফ হাসানও।
বিশ্বকাপের টি-টোয়েন্টি দল থেকে চোটের জন্য বাদ পড়েছেন সাকিব আল হাসান ও সাইফ উদ্দিন। মুশফিককে দেওয়া হয়েছে বিশ্রাম। লিটন-সৌম্য বাদ পড়েছেন। নেই রুবেল হোসেনও।
১৬ জনের দল
মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান, মাহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, ইয়াসির আলী রাব্বি, শামিম হোসেন পাটোয়ারি, আকবর আলী, নাসুম আহমেদ ও শহিদুল ইসলাম।