চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্ব: কারা চলে গেছে শেষ ১৬তে এবং কার সামনে কী সমীকরণ
শেষ হয়ে গেছে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ ডে ৫, বাকি শুধু আরেকটি রাউন্ড। এক নজরে দেখে নেওয়া যাক কারা এই রাউন্ডে গেছে পরের পর্বে, আর কাদের অপেক্ষা বেড়েছে আরও।
কারা উঠে গেছে শেষ ১৬তে
লিভারপুল, আয়াক্স, বায়ার্ন, জুভেন্টাস, ম্যান ইউনাইটেড, চেলসি, ম্যান সিটি, পিএসজি, স্পোর্টিং লিসবন, রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান
বাদ পড়ে গেছে কারা
বেসিকতাস, লাইপজিগ, মালমো, ডায়নামো কিয়েভ, ইয়াং বয়জ, জেনিত, ক্লাব ব্রাশ, ডর্টমুন্ড, শেরিফ তিরাসপোল, শাখতার
এখনো সুযোগ আছে কাদের
গ্রুপ এ-
গ্রুপ বি- অ্যাটলেটিকো, মিলান, পোর্তো
গ্রুপ সি-
গ্রুপ ডি-
গ্রুপ ই- বার্সেলোনা, বেনফিকা
গ্রুপ এফ- ভিয়ারিয়াল, আটালান্টা
গ্রুপ জি- লিল, সালজবুর্গ, ভলফসবুর্গ, সেভিয়া
গ্রুপ জি-
কোন গ্রুপের কী সমীকরণ
গ্রুপ থেকে চলে গেছে ম্যান সিটি ও পিএজসি। সিটি চ্যাম্পিয়ন ও পিএজসির রানার আপ হওয়াটাও নিশ্চিত।
গ্রুপ বি থেকে আগেই উঠে গেছে লিভারপুল। রানার আপের জন্য লড়াই চলছে তিন দলের মধ্যে। অ্যাটলেটিকো যদি শেষ ম্যাচে পোর্তোকে হারাতে পারে আর মিলান লিভারপুলের সঙ্গে জিততে না পারে তাহলে তারাই চলে যাবে। আবার পোর্তো জিতলে তারাই চলে যাবে নকআউটে। অন্যদিকে সুযোগ আছে মিলানেরও।
গ্রুপ সি থেকেও আয়াক্স আগেই চ্যাম্পিয়ন হয়ে উঠে গেছে। রানার আপ হিসেবে নিশ্চিত করেছে স্পোর্টিংও।
গ্রুপ ডি থেকে রিয়াল ও ইন্টার উঠে গেছে নকআউটে। চ্যাম্পিয়ন রানার আপ ঠিক হবে এই দুই দলের শেষ ম্যাচে।
গ্রুপ ই তে বার্সেলোনা-বায়ার্ন ও বেনফিকা-কিয়েভের শেষ ম্যাচের ওপর নির্ভর করছে বার্সার ভাগ্য। বার্সা বায়ার্নকে হারালে চলে যাবে, কিন্তু হেরে গেলে বা ড্র করলে চাইবে যেন বেনফিকা কিয়েভের কাছে হারে বা ড্র করে।
গ্রুপ এফ এ ম্যান ইউনাইটেড চলে গেছে চ্যাম্পিয়ন হয়ে। ভিয়ারিয়াল আটালান্টার সঙ্গে ড্র করলেই যোগ দেবে তাদের সঙ্গে, অন্যদিকে আটালান্টাকে হারাতে হবে ভিয়ারিয়ালকে।
গ্রুপ জিতে লিল, সালজবুর্গ, সেভিয়া ও ভলফসবুর্গের পয়েন্ট যথাক্রমে ৮, ৭,৬,৫। শেষ দিনে হতে পারে যে কোনো কিছুই।
গ্রুপ এইচ থেকে এর মধ্যেই নিশ্চিত করেছে চেলসি-জুভেন্টাস। এই দুই দলের শেষ ম্যাচে ঠিক হবে চ্যাম্পিয়ন ও রানার আপ।