'বিশ্বাসই কাল হয়েছে মরিনহোর'
ষোলো ম্যাচের ন’টিতেই হেরে প্রিমিয়ার লিগে চেলসির টিকে থাকাই যখন হুমকির মুখে, দ্য স্পেশাল ওয়ানকে খোয়াতে হয়েছিল চাকরিটাই। স্ট্যামফোর্ড ব্রিজ ছাড়ার আগে হোসে মরিনহো তাঁর খেলোয়াড়দের বিরুদ্ধে ‘বেঈমানি’র অভিযোগ তুলেছিলেন। মৌসুমের শেষভাগে এসে চেলসি মিডফিল্ডার সেস্ক ফ্যাব্রিগাসও স্বীকার করছেন, খেলোয়াড়দেরকে ‘অতিমাত্রায়’ বিশ্বাস করাটাই কাল হয়েছে মরিনহোর জন্য।
ফ্যাব্রিগাস মনে করছেন তাঁরা সতীর্থরা মিলেই ডুবিয়েছেন তাঁদের সাবেক গুরুকে, “তাঁকে আমি অনেক বেশী শ্রদ্ধা করি। এখনও আমাদের যোগাযোগ আছে। তাঁর সবচেয়ে বড় দোষটা ছিল তিনি আমাদেরকে অনেক বেশী বিশ্বাস করে ফেলেছিলেন। চাইলেই আমরা ছুটি পেয়ে যেতাম, আমরা আবার চ্যাম্পিয়ন কিনা! আর সেটাই কিনা তাঁর জন্য কাল হল। এইজন্য আমার এবং আমাদের পুরো দলের মাঝে একটা অনুশোচনা এখনও কাজ করে।”
প্রিমিয়ার লিগের বর্তমান শিরোপাধারীদের অবস্থা অবশ্য মরিনহোর বিদায়েও খুব একটা বদলে যায় নি। শেষ পাঁচ ম্যাচ হাতে রেখে পয়েন্ট টেবিলে অবস্থান দশ নম্বরে। অন্তর্বর্তী কোচ গাস হিডিংকও জন টেরিদের টিপ্পনি কাটতে ছাড়ছেন না, বলছেন ইউরোর চিন্তায় তাঁর ছেলেদের প্রিমিয়ার লিগে গা বাঁচিয়ে খেলাটা অস্বাভাবিক কিছু না!