• অন্যান্য
  • " />

     

    ব্যালন ডি অর ২০২১: লিওনেল মেসির সপ্তম ও আর যা যা জানা প্রয়োজন

    ব্যালন ডি অর ২০২১: লিওনেল মেসির সপ্তম ও আর যা যা জানা প্রয়োজন    

    আরও একবার পুরস্কার উঠল লিওনেল মেসির হাতে, রেকর্ড সপ্তমবারের মতো জিতলেন ব্যালন ডি অর। রবার্ট লেভানডফস্কিকে ছাড়িয়ে মেসিই পেয়েছেন ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার। লেভানডফস্কি হয়েছেন দ্বিতীয়, চেলসির ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনহো হয়েছেন তৃতীয়। 

    ব্যালন ডি অরের এবারের আসরে বেশ কয়েকটি নতুন পুরস্কার দেওয়া হয়েছে। নারী ফুটবলার ও সেরা তরুণের পুরস্কার গেছে বার্সেলোনায়,। জিততে না পারলেও রবার্ট লেভানডফস্কি পেয়েছেন সেরা স্ট্রাইকারের পুরস্কার। আর সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন জিয়ানলুইজি ডোন্নারুমা। চেলসি পেয়েছে সেরা ক্লাবের পুরস্কার।

    ২০২১ ব্যালন ডি অর জয়ী: লিওনেল মেসি 

    মেয়েদের ব্যালন ডি অর জয়ী: অ্যালেক্সা পুতেলাস (স্পেন, বার্সেলোনা)

    সেরা অনূর্ধ্ব ২১ ফুটবলার: পেদ্রি ( স্পেন, বার্সেলোনা)

    সেরা স্ট্রাইকার: রবার্ট লেভানডফস্কি (পোল্যান্ড, বায়ার্ন)

    সেরা গোলরক্ষক: জিয়ানলুইজি ডোন্নারুমা (ইতালি, পিএসজি)

    সেরা ক্লাব: চেলসি

     

    শীর্ষ দশ 

    লিওনেল মেসি

    রবার্ট লেভানডফস্কি 

    জর্জিনহো

    করিম বেনজেমা

    এনগোলো কান্তে

    ক্রিশ্চিয়ানো রোনালদো

    মোহামেদ সালাহ

    কেভিন ডি ব্রুইন 

    কিলিয়ান এমবাপে

    জিয়ানলুইজি ডোন্নারুমা