আইপিএল ২০২২: সাকিব-মোস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা-রাজস্থান, কারা খেলছেন পুরনো দলে
২০২২ আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের ধরে রাখা ক্রিকেটারদের নাম দিয়েছে। তাতে নেই সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের নাম। এই দুজনকে ছেড়ে দিয়েছে তাদের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়ালস। সব মিলে ২৭ জনকে এবার ধরে রেখেছে আট ফ্র্যাঞ্চাইজি। আবার লোকেশ রাহুল, রশিদ খানদের মতো কেউ কেউ জানিয়ে দিয়েছেন, তারা পুরনো ফ্র্যাঞ্চাইজিদের হয়ে খেলতে চান না। সেজন্য তাদের নাম থাকবে নিলামে। এক নজরে দেখে আসা যাক কোন ফ্র্যাঞ্চাইজি কাদের ধরে রেখেছে।
চেন্নাই সুপার কিংস
রবীন্দ্র জাদেজা (১৬ কোটি)
মহেন্দ্র সিং ধোনি (১২ কোটি)
মঈন আলী (৬ কোটি)
রিতুরাজ গায়কোয়াড় (৪ কোটি)
দিল্লি ক্যাপিটালস
ঋশভ পান্ট (১৬ কোটি)
আক্সার প্যাটেল (৯ কোটি)
পৃথ্বী শ (৭.৫ কোটি)
আইনরিখ নরকিয়া (৪.৫ কোটি)
কলকাতা নাইট রাইডার্স
আন্দ্রে রাসেল (১২ কোটি)
ভেংকটেশ আইয়ার (৮ কোটি)
বরুন চক্রবর্তী (৮ কোটি)
সুনীল নারাইন (৬ কোটি)
মুম্বাই ইন্ডিয়ান্স
রোহিত শর্মা (১৬ কোটি)
জাসপ্রিত বুমরা (১২ কোটি)
সূর্যকুমার যাদব (৮ কোটি)
কাইরন পোলার্ড (৬ কোটি)
পাঞ্জাব কিংস
মায়াংক আগরওয়াল (১২ কোটি)
আর্শদীপ সিং (৪ কোটি)
রাজস্থান রযালস
সঞ্জু স্যামসন (১২ কোটি)
জস বাটলার (১০ কোটি)
ইয়াসভি জাসওয়াল (৪ কোটি)
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
ভিরাট কোহলি (১৫ কোটি)
গ্লেন ম্যাক্সওয়েল (১১ কোটি)
মোহাম্মদ সিরাজ (৭ কোটি)
সানরাইজার্স হায়দরাবাদ
কেন উইলিয়ামসন (১৪ কোটি)
উমরান মালিক (৪ কোটি)
আবদুল সামাদ (৪ কোটি)