• ফর্মুলা ওয়ান
  • " />

     

    ২টি রেস বাকি, হ্যামিল্টন না ভারস্টাপেন, কে হচ্ছেন চ্যাম্পিয়ন?

    ২টি রেস বাকি, হ্যামিল্টন না ভারস্টাপেন, কে হচ্ছেন চ্যাম্পিয়ন?    

    ফরমুলা ওয়ানের একটা জমজমাট মৌসুম প্রায় শেষ প্রান্তে চলে এসেছে। আর মাত্র দুইটি রেস বাকি আছে। শিরোপার দাবিদার রেড বুলের ম্যাক্স ভারস্টাপেন এবং লুইস হ্যামিল্টনের পয়েন্টের ব্যবধান মাত্র ৮। ওদিকে কন্সট্রাক্টর দের চ্যাম্পিয়নশিপে মার্সিডিজ এবং রেড বুল আছে ৫ পয়েন্টের ব্যবধানে। ২০১৬ তে নিকো রসবার্গ যখন চ্যাম্পিয়ন হলেন তখন সর্বশেষ এমন টানটান উত্তেজনের ফিনালে দেখেছিল বিশ্ব। কিন্তু সেখানেও মার্সিডিজের প্রতিপক্ষ ছিল একমাত্র মার্সিডিজই। ফরমুলা ওয়ানের ড্রাইভারস এবং কন্সট্রাক্টর চ্যাম্পিয়নশিপে মার্সিডিজের ৭ বছরের রাজত্ব অবশেষে হুমকির মুখে। পরবর্তী দুইটা রেসই স্ট্রিট সার্কিটে। সৌদি আরব গ্রাঁ প্রি দিয়ে উদ্বোধন হবে জেদ্দা সার্কিটের এবং মৌসুমের শেষ রেস আবু ধাবি গ্রাঁ প্রি হবে ইয়াস মারিনা সার্কিটে। 

    ফর্ম গাইড
    শেষ তিনটা রেসের কোয়ালিফাইং এ পোল পেতে ব্যর্থ হয়েছে রেড বুল এবং ম্যাক্স ভারস্টাপেন। মেক্সিকো, ব্রাজিল এবং কাতারে কোয়ালিফাইং এ দ্রুততম ছিলেন বোটাস এবং হ্যামিল্টন। রেস ফর্ম হিসেবে ম্যাক্স ভারস্টাপেনের ফর্ম টানা ভাল যাচ্ছিল কিন্তু অন্তিম সময়ে এসে হ্যামিল্টন আবার তাঁর সেই পুরনো চ্যাম্পিয়ন ফর্ম ফিরে পেয়েছেন যেটা রেড বুল এবং ম্যাক্সের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। পরিসংখ্যান বলছে একদম নতুন সার্কিটে হ্যামিল্টনের রেকর্ড ভাল। নতুন সার্কিটে ১২টি রেস জিতেছেন তিনি যেখানে ম্যাক্স নতুন সার্কিটে কেবল একটিই রেস জিতেছেন, নিজের হোম ট্র্যাক যানফুর্টে। 

    ওদিকে ইয়াস মারিনা সার্কিটে মার্সিডিজের পারফর্মেন্স সবসময়ই ভাল। এই সার্কিটের ১২ বছরের ইতিহাসে মার্সিডিজ জিতেছে ৮ বার। এই ৮ বারের মাঝে হ্যামিল্টনই জিতেছেন ৫ বার। তবে গতবছর এই সার্কিটে কিন্তু জয় তুলে নিয়েছিলেন ম্যাক্স ভারস্টাপেন, কাজেই একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

    বর্তমানে শেষ দুইটি সার্কিটে গাড়ির পার্ফরমেন্স হিসেবে মার্সিডিজ খানিকটা এগিয়ে আছে। যদিও এ মৌসুমে ফরমুলা ওয়ানের দর্শকেরা ভালভাবেই টের পেয়েছেন গাড়ির পারফরমেন্সই সব নয়। মার্সিডিজের প্রিয় টড়্যাক অস্টিন, টেক্সাসে রেড বুল রেস জিতেছে। আবার রেড বুলের প্রিয় ট্র্যাক ইন্টারলাগোসে জিতেছে মার্সিডিজ। রেস ডে তে কী হবে সেটা এখনই ভবিষ্যতবাণী করা যাচ্ছে না। 

    কী হলে, কী হবে? 
    ম্যাক্স বা লুইস যে-ই চ্যাম্পিয়ন হন না কেন, একটা ইতিহাস রচনা হবেই। ম্যাক্স জিতলে হবে নতুন যুগের সূচনা। হ্যামিল্টন যুগের পর নতুন জেনারেশনের সেরা প্রতিভা হিসেবে ম্যাক্সকে মানা হচ্ছে বেশ অনেকদিন ধরেই। ম্যাক্স এবার শিরোপা না তুললেও আগামী বেশ কিছু বছর যে তিনিই রাজত্ব করতে চাচ্ছেন সে বিষয়ে সন্দেহ করার লোক তেমন নেই। আবার অপরদিকে লুইসের সামনে ইতিহাসের হাতছানি। এবার শিরোপা জিতলে তিনি হবেন ফরমুলা ওয়ানের ইতিহাসের সবচেয়ে বেশিবার(৮) শিরোপা জেতা রেসার। ছাড়িয়ে যাবেন কিংবদন্তী মাইকেল শুমাখারকে। 
    সমীকরণটা এখন কেমন?
    বর্তমানে ৩৫১.৫ পয়েন্ট নিয়ে ম্যাক্স ভারস্টাপেন শীর্ষে এবং ৩৪৩.৫ পয়েন্ট নিয়ে হ্যামিল্টন আছেন ২য় তে। ওদিকে ৫৪৬.৫ পয়েন্ট নিয়ে মার্সিডিজ শীর্ষে এবং ৫৪১.৫ নিয়ে রেড বুল আছে ২য়তে। 

    ম্যাক্স জেদ্দাতেই চ্যাম্পিয়ন হয়ে যেতে পারেন যদি - 
    - রেস ডে তে ম্যাক্স দ্রুততম ল্যাপের পয়েন্ট সহ জেতেন এবং হ্যামিল্টন ৬ষ্ঠ বা তার নিচের অবস্থানে থাকেন।
    - রেস ডে তে ম্যাক্স দ্রুততম ল্যাপের পয়েন্ট ছাড়া জেতেন এবং হ্যামিল্টন ৭ম বা তার নিচের অবস্থানে থাকেন। 
    - রেস ডে তে ম্যাক্স দ্রুততম ল্যাপের পয়েন্ট সহ ২য় হন এবং হ্যামিল্টন ১০ম হন। 
    - রেস ডে তে ম্যাক্স দ্রুততম ল্যাপের পয়েন্ট ছাড়া ২য় অন এবং হ্যামিল্টন কোন পয়েন্ট না পান। 

    জেদ্দাতে যদি ম্যাক্স জয়ী হন এবং হ্যামিল্টন ২য় হন, সেক্ষেত্রে তাদের ব্যবধান দাঁড়াবে ১৪-১৬ পয়েন্টের। অমন হলে ইয়াস মারিনাতে সর্বশেষ রেসে হ্যামিল্টনকে চ্যাম্পিয়ন হতে হলে শেষ রেস জিততেই হবে এবং ভারস্টাপেনকে থাকতে হবে পোডিয়ামের বাইরে। আবার জেদ্দাতে হ্যামিল্টন যদি জয়ী হন এবং ম্যাক্স দ্বিতীয়, সেক্ষেত্রে পয়েন্ট ব্যবধান ১-২ তে নেমে আসবে। সেক্ষেত্রে মৌসুমের শেষ রেসই হবে শিরোপা নির্ধারক। যাকে বলে ‘উইনার টেইকস অল’। 

    ৪ তারিখ শনিবার, জেদ্দাতে কোয়ালিফাইং এবং ৫ তারিখ রবিবার রেস ডে। ফলাফল যা-ই হোক, ফরমুলা ওয়ানের ভক্তদের নতুন ইতিহাস তৈরী হতে দেখা হচ্ছে এটা নিশ্চিত।