'অনিচ্ছুক' সাকিবকে নিয়ে নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা, পরে বিসিবিকে আনুষ্ঠানিক চিঠি সাকিবের
নিউজিল্যান্ড সফরের জন্য আজ বিকেলে ১৮ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। সফরে যাওয়ার ব্যাপারে ‘অনিচ্ছা’ থাকা সত্ত্বেও বাংলাদেশ দলে রাখা হয়েছে সাকিব আল হাসানকে। যদিও ছুটির ব্যাপারে দল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে বিসিবিকে চিঠি দিয়েছেন এই অলরাউন্ডার।
সাকিবকে দলে রাখার ব্যাপারে এর আগে বোর্ড সভাপতি নাজমুল হাসান জানান, ‘অনানুষ্ঠানিকভাবে ছুটি চাওয়ায় তাকে দলে রাখা হয়েছে। আনুষ্ঠানিকভাবে ছুটি চাইলে তারা ভেবে দেখবেন’।
দল ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই পারিবারিক কারণ দেখিয়ে লিখিতভাবে ছুটি চেয়ে বোর্ডের কাছে চিঠি পাঠান সাকিব।
আঙ্গুলের চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষেও টেস্ট সিরিজে থাকা হচ্ছে না তামিম ইকবালের। তবে জায়গা পেয়েছেন নাঈম শেখ।
সাত দিনের কোয়ারেন্টিনসহ ৪০ দিনের সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে দু’টি টেস্ট খেলবে বাংলাদেশ দল। মাউন্ট মঙ্গানুই’তে প্রথম টেস্ট শুরু হবে ২০২২ জানুয়ারির ১ তারিখে। আর ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে জানুয়ারির ৯ তারিখে।
বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, আবু জায়েদ চৌধুরি, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম