চ্যাম্পিয়নস লিগের নকআউট ড্র: কবে, কোথায়, কখন এবং কীভাবে...
কারা উঠল শেষ ১৬তে
গ্রুপ চ্যাম্পিয়ন: লিভারপুল, ম্যান সিটি, ম্যান ইউনাইটেড, আয়াক্স, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, বায়ার্ন, লিল
গ্রুপ রানারআপ: চেলসি, অ্যাটলেটিকো, পিএসজি, স্পোর্টিং লিসবন, ইন্টার মিলান, বেনফিকা, সালজবুর্গ এবং ভিয়ারিয়াল
কার সাথে কার খেলা হতে পারে
চ্যাম্পিয়ন হিসেবে ওঠা আটটি দল হবে বাছাই, আর রানার আপ হিসেবে ওঠা আটটি দল হবে অবাছাই। ড্র হবে বাছাই ও অবাছাইয়ের মধ্যে। তবে একই দেশের ক্লাবগুলো একে অন্যের মুখোমুখি হতে পারবে না। যার মানে চেলসির সঙ্গে শেষ ১৬তে দেখা হবে না ম্যান ইউনাইটেড, লিভারপুল বা ম্যান সিটির। ওদিকে যেমন ইন্টারের সঙ্গে দেখা হবে না জুভেন্টাসের, বা রিয়ালের সাথে অ্যাটলেটিকোর। আবার নিজেদের গ্রুপ থেকে ওঠা দুই দলের মধ্যেও দেখা হবে না।
ড্র কবে
সোমবার নিয়নে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে নকআউট পর্বের ড্র।
কীভাবে দেখবেন?
ইউয়েফার অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করার কথা ড্র। দেখা যাওয়ার কথা সনি চ্যানেলেও।
নকআউটের খেলা কবে
১৫-১৬ ফেব্রুয়ারি হবে শেষ ১৬ এর প্রথম লেগের ম্যাচ। ২২ ও ২৩ ফেব্রুয়ারি হবে প্রথম লেগের বাকি ম্যাচ। ৮,৯ এবং ১৫-১৬ মার্চ হবে দ্বিতীয় লেগের ম্যাচ। মনে রাখা দরকার, এবার থেকে নকআউটে থাকছে না অ্যাওয়ে গোল।