চ্যাম্পিয়নস লিগ ড্র বাতিল: কী ভুল করেছিল ইউয়েফা?
শেষ হইয়াও যেন হইল না শেষ। চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬ এর ড্রতে মুখোমুখি হয়েছিল ম্যান ইউনাইটেড-পিএসজি। তবে ভুলের পর ইইউয়েফা সিদ্ধান্ত নিয়েছে ড্র নতুন করে করার। কিন্তু কী ভুল হয়েছিল?
রিয়াল মাদ্রিদ-বেনফিকার ড্র পর্যন্ত ঠিক ছিল। সমস্যা শুরু হয়েছে এরপর। ভিয়ারিয়ালের প্রতিপক্ষ হিসেবে পট থেকে ম্যান ইউনাইটেডের নাম তোলা হয়েছিল। কিন্তু গ্রুপ পর্বে দুই দল একই গ্রুপে ছিল, হিসেবে এটা আসার কথা নয়। এরপর আন্দ্রে আরশাভিন আবার আরেকটি বল তুললে সেখানে আসে ম্যান সিটির নাম।
বিতর্ক হয়েছে এরপরও। অ্যাটলেটিকোর প্রতিপক্ষ হিসেবে পটে ম্যান ইউনাইটেড ছিল সেটা নিয়ে আছে প্রশ্ন। তাদের প্রতিপক্ষ হিসেবে এসেছে বায়ার্নের নাম। পরে ইউয়েফা নিশ্চিত করেছে সেই পটে ইউনাইটেডের নাম ছিল না। আবার তাই হবে ড্র।
রিয়াল মাদ্রিদ অবশ্য আবেদন করেছিল যেন বেনফিকার সঙ্গে তাদের ড্র ঠিক রাখা হয়। কিন্তু সেই আবেদন গ্রাহ্য করে। আবার নতুন করে হবে ড্র। ইউয়েফা অবশ্য বলছে সফটওয়্যার সরবরাহকারী তৃতীয় পক্ষের টেকনিক্যাল সমস্যার কারণে এই সমস্যা হয়েছে।