• অন্যান্য
  • " />

     

    ফিফা বেস্ট লেভানডফস্কি, রোনালদোর বিশেষ পুরস্কার ও আর যা যারা জিতলেন

    ফিফা বেস্ট লেভানডফস্কি, রোনালদোর বিশেষ পুরস্কার ও আর যা যারা জিতলেন    

    টানা দ্বিতীয়বার ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন রবার্ট লেভানডফস্কি। বিশেষ পুরস্কার পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কাল দুবাইতে লেভানডফস্কির হাতে এই পুরস্কার ওঠে। 

    বায়ার্নের হয়ে আরও একটি দুর্দান্ত বছর কাটিয়েছেন লেভানডফস্কি। গত বছর ৬৯ গোল করেছেন, এক বছরে গত ২০ বছরে এর চেয়ে বেশি গোলের কীর্তি আছে শুধু মেসির। বুন্দেসলিগায় এক বছরে সবচেয়ে বেশি গোলের রেকর্ডও গড়েছেন এই পোলিশ স্ট্রাইকার। ফিফার দেশগুলোর অধিনায়ক, কোচদের ভোটে ঠিক হয়েছে এই পুরস্কার। 

    বিশেষ একটি পুরস্কার জিতেছেন রোনালদো। আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি গোল করার জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। গত বছরেই আলি দাইয়ির এক বছরে সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের রেকর্ড ভেঙেছেন। 

    এক নজরে যারা জিতলেন 

    ছেলেদের ফিফা বর্ষসেরা পুরস্কার: রবার্ট লেভানডফস্কি

    ফিফা ছেলেদের বর্ষসেরা কোচ: থমাস তুখেল

    ফিফা ছেলেদের বর্ষসেরা গোলরক্ষক: এদুয়ার্দ মেন্ডি

    বেস্ট ফিফা স্পেশাল অ্যাওয়ার্ড: ক্রিশ্চিয়ানো রোনালদো

    ফিফা পুসকাস অ্যাওয়ার্ড: এরিক লামেলা (আর্সেনালের বিপক্ষে টটেনহামের হয়ে গোলের জন্য)

    ফিফা ফ্যান অ্যাওয়ার্ড: ডেনমার্ক ও ফিনল্যান্ডের সমর্থকেরা

    ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: ডেনমার্ক জাতীয় দল/ মেডিক্যাল দল ও কোচিং স্টাফ 

    বেস্ট ফিফা মেয়েদের বর্ষসেরা: অ্যালেক্সা পুতেয়াস 

    বেস্ট ফিফা মেয়েদের বর্ষসেরা কোচ: এমা হায়েস

    বেস্ট ফিফা মেয়েদের বর্ষসেরা গোলরক্ষক: ক্রিশ্চিয়ান এন্দেলার

    বেস্ট ফিফা স্পেশাল অ্যাওয়ার্ড: ক্রিশ্চিয়ান সিনক্লেয়ার