ফিফা বেস্ট: মেসি-রোনালদোদের ভোট কার পক্ষে
ফিফা্র বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন রবার্ট লেভানডফস্কি- সেটাই সবচেয়ে বড় শিরোনাম। কিন্তু এই খবরের আড়ালে আরোও মুখরোচক খবর- কে দিয়েছেন কাকে ভোট! আর তালিকা প্রকাশ পেতেই দেখা গেল চমকপ্রদ সব তথ্য। মেসি-রোনালদো ভোট দেননি একে অপরকে; এমনকি ব্যালন ডি' অর পাবার দিন লেভানডফস্কির ভূয়সী প্রশংসা করলেও কথার প্রমাণ কাজে রাখেননি লিওনেল মেসি, লেভানডফস্কি পাননি তার ভোট।
মাসকয়েক আগেই ব্যালন ডি' অর পাবার দিন মঞ্চে উঠে লিওনেল মেসি বলেছিলেন, ব্যালন ডি' অর জেতার যোগ্য প্রার্থী লেভানডফস্কি; এমনকি ২০২০ সালের ব্যালনটা লেভানডফস্কিরই পাওয়া উচিত ছিল। তবে কাগজে-কলমে এসব প্রশংসার অস্তিত্ব ছিল অনুপস্থিত। মেসির প্রথম দু'টি ভোট গিয়েছে তার দুই সতীর্থ নেইমার ও কিলিয়ান এমবাপের কাছে। আর তৃতীয় ভোটটা পেয়েছেন রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা।
লেভানডফস্কি অবশ্য মেসিকে ভোট দিতে মোটেও কার্পন্য করেননি। নিজের দ্বিতীয় ভোটটা ঠিকই দিয়েছেন লিওনেল মেসিকে; আর প্রথম ভোটটা দিয়েছেন চ্যাম্পিয়নস লিগ বিজয়ী চেলসির মিডফিল্ডার জর্জিনিয়োকে। লেভানডফস্কির ভোটের খাতায় উপস্থিত ছিলেন অন্য 'গোট'ও, ম্যান ইউনাইটেড তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো তাই পেয়েছেন লেভানডফস্কির সবশেষ ভোট।
তবে এবারও একে-অপরকে ভোট বঞ্চিত করেছেন মেসি-রোনালদো। সাবেক এল ক্লাসিকো রাইভাল বেনজেমাকে ঠিকই ভোট দিয়েছেন মেসি; তবু দেননি রোনালদোকে। অন্যদিকে রোনালদো নিজের বর্ষসেরা হিসেবে ঠিকই বেছে নিয়েছেন রবার্ট লেভানডফস্কিকে। আর অন্য দুটি ভোট গেছে দুই চেলসি মিডফিল্ডার এনগলো কানতে ও জর্জিনিয়োর কাছে।
চলুন দেখে নেয়া যাক কারা পেলেন কার ভোট:
নাম প্রথম ভোট দ্বিতীয় ভোট তৃতীয় ভোট
লিওনেল মেসি নেইমার কিলিয়ান এমবাপে করিম বেনজেমা
ক্রিশ্চিয়ানো রোনালদো রবার্ট লেভানডফস্কি জর্জিনিয়ো এনগলো কানতে
রবার্ট লেভানডফস্কি জর্জিনিয়ো লিওনেল মেসি ক্রিশ্চিয়ানো রোনালদো
ডেভিড আলাবা রবার্ট লেভানডফস্কি করিম বেনজেমা জর্জিনিয়ো
থিয়াগো সিলভা নেইমার রবার্ট লেভানডফস্কি জর্জিনিয়ো
লুকা মদ্রিচ করিম বেনজেমা জর্জিনিয়ো রবার্ট লেভানডফস্কি
মোহামেদ সালাহ জর্জিনিয়ো লিওনেল মেসি রবার্ট লেভানডফস্কি
হ্যারি কেইন রবার্ট লেভানডফস্কি লিওনেল মেসি এনগলো কানতে
ইউগো লরিস করিম বেনজেমা কিলিয়ান এমবাপে এনগলো কানতে
হিউং মিন সং মোহামেদ সালাহ রবার্ট লেভানডফস্কি এনগলো কানতে