বার্সায় অবামেয়াং, দেম্বেলে 'নাটক', এভারটনে ডেলে আলী: দলবদলের শেষ দিনের যত ঘটনা
শীতকালীন দলবদলের শেষ দিন হয়ে গেল কাল। অনেক ক্লাবই ব্যস্ত ছিল কাল, এর মধ্যে সবচেয়ে খবর হয়ে ছিলেন পিয়েরে এমেরিক অবামেয়াং ও উসমান দেম্বেলে...
বার্সায় গেলেন অবামেয়াং
কাল নাটক সবচেয়ে বেশি হয়েছে অবামেয়াংকে নিয়ে। আর্সেনালে বেশ কিছু দিন ধরেই ব্রাত্য ছিলেন। ক্লাব ম্যানেজার আরতেতার সাথে সম্পর্কে হয়েছিল চূড়ান্ত অবনতি। তাকে ফ্রি এজেন্ট হিসেবে ছেড়ে দিচ্ছে আর্সেনাল, জানা গিয়েছিল। তবে কাল যখন তাকে বার্সার ফ্লাইটে দেখা গেল, আর্সেনাল জানাল তারা এ ব্যাপারে কিছু জানে না। এর পরেই দ্রুত ঘটনা ঘটতে শুরু করল। বার্সায় অবামেয়াংয়ের মেডিক্যাল হলো। তবে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এখনো দুই ক্লাব। ফ্রি এজেন্ট বলে আনুষ্ঠানিকতা সারার জন্য মঙ্গলবার পর্যন্ত হাতে সময় পাচ্ছে সব পক্ষ। তবে স্প্যানিশ মিডিয়া বলছে, সেটা এখন স্রেফ সময়ের ব্যাপার। শেষ হয়ে গেল তার আর্সেনাল-অধ্যায়ের।
দেম্বেলে বার্সাতেই
কিছুদিন আগে রীতিমতো ঘোষণা দিয়ে বার্সা বলেছিল, দেম্বেলেকে তারা আর রাখতে চায় না। কাল শোনা যাচ্ছিল, পিএসজিতে পাড়ি জমাচ্ছেন এই ফরোয়ার্ড। আবার ম্যানচেস্টার ইউনাটেড,আর্সেনাল, চেলসি, টটেনহামের নামও শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত হয়নি কিছুই। দেম্বেলে তাই আরও ছয় মাসের জন্য থেকে যাচ্ছেন বার্সাতেই।
ডেলে আলী, ভ্যান ডি বিক টটেনহামে
টটেনহাম থেকে ডেলে আলীকে স্থায়ীভাবে দলে নিয়েছে এভারটন। আপাতত এই মিডফিল্ডারের জন্য খরচ করতে হবে ১০ মিলিয়ন পাউন্ড। তবে পারফরম্যান্স ও বোনাসের ওপর নির্ভর করে সেটা বাড়তে পারে ৩০-৩৫ মিলিয়ন পাউন্ড পর্যন্ত। ২০২৪ পর্যন্ত চুক্তি হয়েছে দুই পক্ষের।
সেই সঙ্গে ম্যান ইউনাইটেড থেকে ডনি ভ্যান ডি বিককেও ছয় মাসের জন্য ধারে নিয়ে এসেছে এভারটন। তবে এই ডাচ মিডফিল্ডারকে কেনার কোনো সুযোগ নেই, ধার শেষে সরাসরি ফিরে যাবেন ইউনাইটেডে
টটেনহামে দুই জুভেটাস মিডফিল্ডার
রদ্রিগো বেন্টাকার ও দেজান কুলুসেভস্কিকে দলে নেওয়ার খবর আগেই জানা গিয়েছিল। কাল সেটা আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো। এর মধ্যে বেন্টাকারের জন্য ১৯ মিলিয়ন প্লাস অ্যাড অন দিতে হচ্ছে। আর কুলুসেভস্কিকে এনেছে ধারে, যদিও পরে ৩৫ মিলিয়ন দিয়ে কেনার সুযোগ আছে টটেনহামের।
এ ছাড়া বড় সাইনিং আর তেমন একটা হয়নি। ফুলহাম থেকে ফিলিপ কারভালহোকে লিভারপুলে আনার কথা থাকলেও চুক্তি সময়মতো শেষ হওয়ায় কাল সেটা হয়নি। একই সঙ্গে জেসে লিনগার্ড, ফিল জোন্সসহ আরও বেশ কিছু খেলোয়াড়ের গুঞ্জন থাকলেও সেটাও বাস্তবায়িত হয়নি।