নিষিদ্ধ হতে পারেন সাখো?
ড্রাগ টেস্টে উৎরাতে ব্যর্থ হওয়ার অভিযোগ উঠেছে লিভারপুলের ডিফেন্ডার মামাদো সাখোর বিরুদ্ধে। ফলশ্রুতে তাঁকে সাময়িকভাবে একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের তরফে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, “গতকাল উয়েফার তরফে আনুষ্ঠানিকভাবে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে যে মামাদো সাখোর বিরুদ্ধে ডোপিং বিরোধী নীতিমালা ভঙ্গের একটি অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।”
তবে সে জন্য সাখোকে এখনই কোনো প্রকার নিষেধাজ্ঞার মুখে পড়তে না হলেও ক্লাব কর্তৃপক্ষই তাঁকে সাময়িক অব্যাহতি দিতে যাচ্ছে, “তাঁর সাথে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, এই প্রক্রিয়া চলাকালীন তাঁকে কোনো ম্যাচের জন্য বিবেচনা করা হবে না।”
এর ফলে ফরাসী এই ফুটবলারের জন্য আসন্ন ইউরোতে খেলাও অনিশ্চিত হয়ে গেলো। আগামী মঙ্গলবারের মধ্যে পরীক্ষার জন্য তাঁর রক্তের নমুনা জমা দিতে উয়েফার তরফে নির্দেশনা দেয়া হয়েছে।
ইতিপূর্বে ২০১১ সালে সাখোর লিভারপুল সতীর্থ কোলো তোরেকে নিষিদ্ধ ঔষধ সেবনের দায়ে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।