২৯ মিনিটের মূল্য ১.৩৫ কোটি পাউন্ড!
সবধরনের আসর মিলিয়ে সাকুল্যে ২৯ মিনিট মাঠে খেলে ৫টা ভালো পাস, গোল দূরে থাকুক গোলমুখে শটের সংখ্যাও শূন্য...অংকগুলোর যোগফল জানেন? ১ কোটি ৩৫ লাখ পাউন্ড! যে ওমার নিয়াস স্কোয়াডে ‘বিশাল প্রভাব’ রাখতে যাচ্ছেন বলে তাঁকে কেনার সময় দাবী করেছিলেন এভারটন কোচ রোবার্তো মার্টিনেজ, সেই সেনেগাল ফরোয়ার্ড তিন মাসে মাঠে থেকেছেন মাত্র ২৯ মিনিট! সর্বশেষ গত শনিবার ইউনাইটেডের বিপক্ষে এফএ কাপের সেমিফাইনালে সাইড বেঞ্চেও জায়গা মেলে নি! এভারটনের ইতিহাসে টাকার অংকে তৃতীয় সর্বোচ্চ দামী খেলোয়াড়কে নিয়ে সমর্থক মহলের ধন্দটা তাই কেবল ঘনীভূতই হচ্ছে।
গত ফেব্রুয়ারি মাসের ১ তারিখ রুশ ক্লাব লোকোমোটিভ মস্কো থেকে ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডকে রেকর্ড মূল্যে দলে ভেড়ায় এভারটন। কিন্তু এরপর থেকে মাঠে তাঁর দেখা মেলাই ভার হয়ে আছে। এখনও পর্যন্ত কোনো ম্যাচের প্রথম একাদশে জায়গা হয় নি। পাঁচটি ম্যাচের একেবারে শেষভাগে নেমেছেন বদলি হয়ে।
রাশিয়া থেকে ইংল্যান্ডে আসার সময় প্রায় মাসখানেক মাঠের বাইরে থাকায় আর ইনজুরির কবলে পড়ায় স্কোয়াডে যোগ দেয়ার পরও প্রথম কিছুদিন তাঁর মাঠে না নামাটা যুক্তিসংগত ছিল। কিন্তু ২০ ফেব্রুয়ারি এফ কাপের ম্যাচে বর্নমাউথের বিপক্ষে ১০ মিনিটের অভিষেকের পর গত দুই মাসে তাঁকে মাঠে দেখা গেছে আর মাত্র ১৯ মিনিট।
২০১৫ সালে রাশিয়ার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া ওমারকে কেনার সময় ‘সফল হওয়ার জন্য তাঁর তাড়না দলে নতুন মাত্রা যোগ করবে’ বলে মন্তব্য করেছিলেন এভারটন ম্যানেজার মার্টিনেজ। অথচ সেই মার্টিনেজই এখন বলছেন বিদায়ী মৌসুমের বাকি ম্যাচগুলোতে ওমারকে আর দেখা যাবার সম্ভাবনা নেই বললেই চলে। যদিও কোচ বলছেন নতুন মৌসুমে তাঁকে যথাযথ মূল্যায়ন করা হবে, কিন্তু ক্লাবের অন্দরমহলের খবর বলছে কর্তামহলে ওমারের সামর্থ্য নিয়েই নাকি প্রশ্ন উঠে গেছে। তেমন কিছু হলে এতো বড় অংকের আর্থিক ক্ষতিটা টফম্যানরা কিভাবে পোষান সেটাই হবে দেখার বিষয়।