• অন্যান্য
  • " />

     

    ক্রিকেটবিশ্বকে স্তব্ধ করে শেন ওয়ার্নের বিদায়

    ক্রিকেটবিশ্বকে স্তব্ধ করে শেন ওয়ার্নের বিদায়    

    অবিশ্বাস্য! কয়েক ঘণ্টা আগেও রড মার্শের মৃত্যুতে শোকবার্তা জানিয়ে টুইট করেছিলেন, থাইল্যান্ডে কাটাচ্ছিলেন ছুটি। হঠাৎ করেই বিনা মেঘে বজ্রপাতের মত আসল খবরটা। শেন ওয়ার্ন আর নেই! 

    প্রাথমিকভাবে মাত্র ৫২ বছর বয়সী সর্বকালের অন্যতম সেরা এই লেগ স্পিনারের মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাক বলে জানানো হয়েছে। 

    ওয়ার্নের ম্যানেজমেন্ট সংস্থার বরাতে ফক্স ক্রিকেট জানিয়েছেন, থাইল্যান্ডে মারা গিয়েছেন ওয়ার্ন। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ওয়ার্নকে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল তাঁর ভিলায়। মেডিকেল স্টাফদের সর্বোচ্চ চেষ্টার পরও তাঁকে বাঁচানো যায়নি।' 

    ক্যারিয়ারে ​১৪৫ টেস্টে ৭০৮ উইকেট আর ১৯৪ ওয়ানডেতে ২৯৩ উইকেট নিয়েছিলেন ওয়ার্ন। টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটধারী এই লেগস্পিনার ১৯৯৯ সালের বিশ্বকাপ ফাইনাল আর সেমিফাইনালে হয়েছিলেন ম্যাচসেরা।