ইউয়েফা নেশন্স লিগ ২০২২-২৩: যা জানা প্রয়োজন
আজ পর্দা উঠতে যাচ্ছে ২০২২-২৩ ইউয়েফা নেশন্স লিগের। ইউয়েফার ৫৫টি সদস্য রাষ্ট্রকে নিয়ে সাজানো এই টুর্নামেন্টের তৃতীয় আসর এটি। পূর্বের দুই আসরের চ্যাম্পিয়ন, ফ্রান্স ও পর্তুগাল এবারও টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে ফেভারিট হিসেবে। ফেভারিটদের দলে আছে ইংল্যান্ড, ইতালি ও বেলজিয়ামও।
টুর্নামেন্ট শুরুর আগে চলুন দেখে নেওয়া যাক অপেক্ষাকৃত নতুন এই টুর্নামেন্টের ফরম্যাট, গ্রুপ বিভাজন ও সময়সূচী:
ফরম্যাট
ইউয়েফার ৫৫টি দেশকে চারটি আলাদা লিগে ভাগ করা হয়- এ, বি, সি ও ডি। প্রথম তিন লিগে দল থাকে ১৬টি করে, তাদের ভাগ করা হয় ৪টি গ্রুপে। চতুর্থ বা ‘ডি’ গ্রুপে দল থাকে ৭টি, যাদের ভাগ করা হয় দুটি গ্রুপে।
লিগ ‘এ’-তে থাকা ১৬টি দল সরাসরি নেশন্স লিগ শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। চার গ্রুপের চার চ্যাম্পিয়নকে নিয়ে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। সেখানকার বিজয়ী দুই দল মুখোমুখি হবে ফাইনালে। আর এই লিগের চার গ্রুপের তলানিতে থাকা চার দল অবনমিত বা রেলিগেটেড হয়ে যাবে ‘বি’ লিগে। গত আসরের পর এভাবে অবনমিত হয়েছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, আইসল্যান্ড, সুইডেন ও ইউক্রেন।
শুধু ‘এ’ নয়, ‘বি’ ও ‘সি’ লিগের গ্রুপগুলোর সর্বশেষ দলও নিচের লিগে রেলিগেটেড হয়ে যাবে। এবং ‘বি’, ‘সি’ ও ‘ডি’ লিগের প্রত্যেক গ্রুপ চ্যাম্পিয়ন প্রমোটেড হবে উপরের লিগে। গত আসরের ‘বি’ লিগ থেকে এবার শীর্ষ লিগে প্রমোটেড হওয়া চারটি দল হচ্ছে- অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি ও ওয়েলস।
গ্রুপ বিভাজন
লিগ ‘এ’
গ্রুপ A1: ফ্রান্স, ডেনমার্ক, ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া
গ্রুপ A2: স্পেন, পর্তুগাল, সুইজারল্যান্ড, চেক প্রজাতন্ত্র
গ্রুপ A3: ইতালি, জার্মানি, ইংল্যান্ড, হাঙ্গেরি
গ্রুপ A4: বেলজিয়াম, নেদারল্যান্ডস, পোল্যান্ড, ওয়েলস
লিগ ‘বি’
গ্রুপ B1: ইউক্রেন, স্কটল্যান্ড, রিপাবলিক অব আয়ারল্যান্ড, আর্মেনিয়া
গ্রুপ B2: আইসল্যান্ড, রাশিয়া*, ইসরাইল, আলবেনিয়া
গ্রুপ B3: বসনিয়া ও হার্জেগোভিনা, ফিনল্যান্ড, রোমানিয়া, মন্টিনিগ্রো
গ্রুপ B4: সুইডেন, নরওয়ে, সার্বিয়া, স্লোভেনিয়া
লিগ ‘সি’
গ্রুপ C1: তুরস্ক, লুক্সেমবার্গ, লিথুয়ানিয়া, ফ্যারো দ্বীপপুঞ্জ
গ্রুপ C2: উত্তর আয়ারল্যান্ড, গ্রীস, কসোভো, সাইপ্রাস
গ্রুপ C3: স্লোভাকিয়া, বেলারুশ, আজারবাইজান, কাজাখস্তান
গ্রুপ C4: বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া, জর্জিয়া, জিব্রাল্টার
লিগ ‘ডি’
গ্রুপ D1: লিচেনস্টাইন, মোল্দোভা, অ্যান্ডোরা, লাটভিয়া
গ্রুপ D2: মাল্টা, এস্তোনিয়া, সান মারিনো
সময়সূচী
১ম ও ২য় ম্যাচডে: ১-৮ জুন, ২০২২
৩য় ও ৪র্থ ম্যাচডে: ৯-১৪ জুন, ২০২২
৫ম ও ৬ষ্ঠ ম্যাচডে: ২২-২৭ সেপ্টেম্বর, ২০২২
সেমিফাইনাল: ১৪ ও ১৫ জুন, ২০২৩
ফাইনাল এবং তৃতীয় স্থান নির্ধারণী: ১৮ জুন, ২০২৩