• অন্যান্য
  • " />

     

    একই সময়, ভিন্ন ফরম্যাট: কীভাবে খেলছে এক দেশের দুই দল?

    একই সময়, ভিন্ন ফরম্যাট: কীভাবে খেলছে এক দেশের দুই দল?    

    ঘরের মাঠে ইংল্যান্ড টেস্ট সিরিজ খেলছে নিউজিল্যান্ডের বিপক্ষে. ওদিকে ইংল্যান্ডর ওয়ানডে দল ব্যস্ত ছিল নেদারল্যান্ডসের সাথে। বিস্ময়ে চোখদুটো কপালে ওঠার অবস্থা! অল্প কদিনের ব্যবধানে  একই দেশের দুই দল, তাও দুটি আলাদা জায়গায় খেলছে; এক দল ইংল্যান্ডে, আরেকদল নেদারল্যান্ডসে। 

    ইংল্যান্ডের বদৌলতে এমনটা দেখেছে ক্রিকেট বিশ্ব। জো রুট-বেন স্টোকসরা সাদা পোশাকে মাঠ মাতাচ্ছেন। ওদিকে নেদারল্যান্ডসে ওয়ানডে খেলেছেন জস বাটলার-মরগানরা। আধুনিক ক্রিকেটের মঞ্চে এমন ঘটনা এর আগেও দেখা গেছে ভারত ও অস্ট্রেলিয়ার সৌজন্যে। ২০২১ সালের জুনে ভারতের সামনে ছিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। নিউজিল্যান্ডের বিপক্ষে বিরাট কোহলি-রোহিত শর্মারা খেলছিলেন ইংল্যান্ডে। আর শিখর ধাওয়ানের নেতৃত্বে ভারতের ওয়ানডে আর টি-২০ দল গিয়েছিল শ্রীলংকা সফরে। সেই সফরে ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টিতে হেরেছিল ভারত।
     

    সেবার ভারত টেস্ট দলের বিদেশ সফর ছিল বেশ লম্বা। সময়ের হিসেবে প্রায় তিন মাসের বেশি; জুন থেকে সেপ্টেম্বর। তাই ফরম্যাটে ভেদে রিজার্ভ বেঞ্চে থাকা ক্রিকেটারদের দিয়েই অনায়াসে দুই দেশে দুই দল পাঠিয়েছিল ভারত। সম্প্রতি বিসিসিআই সচিব জয় শাহও বলেছেন, সামনের ব্যস্ত সূচি সামাল দিতে ফরম্যাট ভেদে আবারও এমন করার পরিকল্পনা আছে তাদের।

     

    ভারত এর আগেও একদিনের ব্যবধানে দুই টুর্নামেন্টে আলাদা দুই দল নামিয়েছিল মাঠে। ১৯৯৮ সালের কমনওয়েলথ গেমসে ভারতের এক দল খেলেছিল মালয়েশিয়ায়। অন্য দল খেলেছিল কানাডায় সাহারা কাপে পাকিস্তানের বিপক্ষে। মালয়েশিয়ায় ভারত দলকে নেতৃত্ব দিয়েছিলেন অজয় জাদেজা। কানাডায় পাকিস্তানের বিপক্ষে ৪-১ ব্যবধানে সাহারা কাপ ভারত জিতেছিল মোহাম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে। সাম্প্রতিককালে ভারত-ইংল্যান্ডের আগে দুই জায়গায় দুই দল খেলিয়েছিল অস্ট্রেলিয়ার ম্যানেজমেন্ট। ২০১৭ সালে টেস্ট দলকে ভারত সফরে পাঠিয়ে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে টি-২০ সিরিজ খেলেছিল অজিরা। 

    ইতিহাস ঘেঁটে পাওয়া যায় স্বীকৃত ক্রিকেটে সর্বপ্রথম এমনটা করেছিল ইংল্যান্ড। তবে তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন। ১৯৩০ সালে ক্রিকেটের বিশ্বায়ন ও প্রসারনের উদ্দেশ্যে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজে আলাদা দুটি দল পাঠিএছিল ইংল্যান্ড। সে বছরের ১১ জানুয়ারি ইংল্যান্ড টেস্ট খেলেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। আর ১২ জানি আলাদা এক দল খেলেছিল ওয়েস্ট ইন্ডিজের মাঠে। অর্থাৎ, একদিনের ব্যবধানে আলাদা দুটি টেস্ট খেলেছিল ইংলিশরা। 

    ব্যস্ততায় ঠাঁসা ক্রিকেট সূচির জন্য অদূর ভবিষ্যতে আরও অনেকবারই হয়তো এমন দৃশ্য দেখা যাবে ক্রিকেট বিশ্বে। 'এক দেশ, দুই দল’ নীতিতে বড় দলগুলো হাটলেও মাঝসারির দলগুলোকে এই দৃশ্যপটে কবে দেখা যেতে পারে তা নিশ্চিত নয়।