• " />

     

    এফটিপিতে বাংলাদেশ: দেশে ও দেশের বাইরে কার সঙ্গে খেলা, কতটি টেস্ট?

    এফটিপিতে বাংলাদেশ: দেশে ও দেশের বাইরে কার সঙ্গে খেলা, কতটি টেস্ট?    

    ২০২৩-২৭ পর্যন্ত টেস্ট সূচি ঘোষণা করতে যাচ্ছে আইসিসি। ইএসপিএনক্রিকইনফোর হাতে সেটি আগেই এসে পৌঁছেছে। সেখানে দেখা গেছে, সামনের চার বছর মোট ৩৪টি টেস্ট খেলবে বাংলাদেশ। এর মধ্যে ২০২৫-২৭ চক্রের মধ্যে ২০০৩ সালের পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। সর্বশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়ায় দুই টেস্টের সিরিজের পর আর সেখানে যাওয়ার সুযোগ হয়নি বাংলাদেশের। 

    সূচির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি, তবে এফটিপি অনুযায়ী অন্য দেশের তুলনায় বাংলাদেশ টেস্ট খেলার সুযোগ ভালোই পাচ্ছে। চার বছরে সবচেয়ে বেশি ৪২টি টেস্ট খেলবে ইংল্যান্ড। এরপর আছে অস্ট্রেলিয়া (৪১) ও ভারত (৩৮), তার পরেই আছে বাংলাদেশ (৩৪)। নতুন এফটিপিতে সামনের দুই বছরে বাংলাদেশে সিরিজ খেলতে আসবে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা। সর্বশেষ ২০১৩ সালে এসেছিল নিউজিল্যান্ড, আফ্রিকা এসেছিল ২০১৫ সালে আর শ্রীলংকা খেলে গেছে এই বছরেই। ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মাঠেও অ্যাওয়ে সিরিজ খেলবে বাংলাদেশ। ভারতের মাঠে সর্বশেষ খেলেছিল ২০১৯ সালে, পরের বছর খেলে পাকিস্তানে। আর ওয়েস্ট ইন্ডিজে খেলে এসেছে মাত্রই।