ডেম্বেলে, ডি ইয়ং, ইমোবিলে: আন্তর্জাতিক বিরতিতে ইনজুরিতে পড়লেন যারা
বিশ্বকাপের আগে সর্বশেষ আন্তর্জাতিক ব্রেক শেষে সকল খেলোয়াড়রা ক্লাবে ফিরছেন। তবে এসেই ক্লাবের জার্সি গায়ে দিতে পারবেন না সবাই। যেসব খেলোয়াড় আন্তর্জাতিক বিরতিতে চোটে পড়ে ক্লাবের ফুটবল মিস করতে যাচ্ছেন-
বার্সেলোনা: ফ্রেঙ্কি ডি ইয়ং, উসমান ডেম্বেলে, মেমফিস ডিপাই, জুলস কুন্ডে, রোনাল্ড আরাউহো, হেক্টর বেলেরিন
এই আন্তর্জাতিক বিরতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বার্সেলোনা। জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে বার্সার মোট ছয় জন খেলোয়াড় ইনজুরড হয়েছে, যাদের মধ্যে চারজনই মূল একাদশের।
রিয়াল মাদ্রিদ: লুকা মদ্রিচ, ডেভিড আলাবা
দুজন ইনজুরড হলেও কারো চোটই গুরুতর না। এক সপ্তাহের মধ্যেই ট্রেনিংয়ে ফিরবে রিয়ালের এই দুই তারকা।
আর্সেনাল: টমাস পার্টে, কিরান টিরেনি, তাকেহিরো তমিয়াসু
শনিবারের নর্থ লন্ডন ডার্বিতে পার্টেকে মিস করতে পারে আর্সেনাল। তবে এই ঘানাইয়ানের ইনজুরি গুরুতর না। বাকি দুজনের ইনজুরিও দলকে চিন্তায় ফেলে দেওয়ার মতো না।
ইউরোপের শীর্ষ লিগগুলো থেকে গুরুত্বপূর্ণ আরও যেসব খেলোয়াড় ইনজুরড হয়েছে:
- জন স্টোনস- ম্যানচেস্টার সিটি
- হ্যারি ম্যাগুয়ার - ম্যানচেস্টার ইউনাইটেড
- হুগো লরিস- টটেনহাম হটস্পার
- আলেক্সান্দার ইসাক- নিউক্যাসল ইউনাইটেড
- সিরো ইমোবিলে- লাৎসিও
- থিও হার্নান্দেজ- এসি মিলান
- আলেক্সান্দার মিট্রোভিচ- ফুলহাম