এবার ইন্টারের কাছেও হারল বার্সা, স্বস্তির জয় লিভারপুলের
ইন্টার মিলান ১:০ বার্সেলোনা
ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে হাকান শালানলুর একমাত্র গোলে ইন্টার মিলানের কাছে হেরে বসেছে বার্সেলোনা। দিনের অন্যান্য ম্যাচে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ, লিভারপুল, নাপোলি, ক্লাব ব্রুজ, পোর্তো ও মার্সেই।
গতবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে ১৮ বছর পর ইউরোপা লিগে খেলতে হয়েছিল বার্সাকে। কিন্তু সেটি ছিল বার্সার সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ঝঞ্ঝাটময় মৌসুমের গল্প। এরপর বার্সা দলবদল বাজারে খরচ করেছে ২০০ মিলিয়ন ইউরোর চেয়েও বেশি অর্থ। দলে ভিড়িয়েছে রবার্ট লেভানডফস্কি, রাফিনহার মতো তারকাদের। কিন্তু এ মৌসুমেও যে একই রকম ভাগ্য উঁকি দিচ্ছে বার্সার আকাশে। বায়ার্নের পর এবার ইন্টারের কাছেও হেরে বসা বার্সা এখন অবস্থান করছে গ্রুপের ইউরোপা লিগ স্পটেই (তৃতীয় স্থান)।
মঙ্গলবার সান সিরোতে জাভি মাঠে নামিয়েছিলেন তার অধীনে থাকা সবচেয়ে শক্তিশালী একাদশকেই। ইনজুরির জন্য রোনাল্ড আরাউহো ও জুলস কুন্ডে বাইরে থাকলেও মিডফিল্ড ও ফ্রন্টে ছিলেন পরিচিত ছয়জনই। কিন্তু বায়ার্নের মতো এ ম্যাচেও কোনো গোলের দেখা পায়নি রাফিনহা-লেভা-ডেম্বেলের ফ্রন্ট থ্রি। বিশেষ করে লেভানডফস্কির নীরবতা ছিল চোখে পড়ার মতো। ৯০ মিনিট খেলে এই পোলিশ স্ট্রাইকার শট নিয়েছেন মাত্র একটি, সতীর্থদের জন্য তৈরি করতে পারেননি কোনো সুযোগও।
ম্যাচের একমাত্র গোলটি আসে মধ্য বিরতির ঠিক আগ মুহূর্তে। ডিবক্সের সামনে থেকে বার্সার দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে মারা পুঙ্খানুপুঙ্খ এক মাটি কামড়ানো শটে টের স্টেগানকে পরাস্ত করেন ইন্টার মিডফিল্ডার শালানলু। দ্বিতীয়ার্ধে পেদ্রি সমতা ফেরালেও ভিএআরে আনসু ফাতির হ্যান্ডবল ধরা পড়ায় বাতিল হয় সে গোল। বার্সা-ইন্টারের গ্রুপের অপর ম্যাচে ভিক্টোরিয়া প্লজেনকে ৫-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। গোল পেয়েছেন সানে, মানে, গ্যানাব্রি ও চপো-মোটিং।
এদিকে, অ্যানফিল্ডে গ্লাসগো রেঞ্জার্সকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। স্বাগতিকদের দুটি গোলই এসেছে ডেডবল থেকে। ম্যাচে ষষ্ঠ মিনিটে ফ্রিকিক থেকে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড গোল করার পর ৫৩ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন মোহামেদ সালাহ। এই গ্রুপের অন্য ম্যাচে আয়াক্সকে তাদের ঘরের মাঠে উড়িয়ে দিয়েছে নাপোলি। ম্যাচের নবম মিনিটে আয়াক্স প্রথম লিড নিলেও এরপর গোলের খাতায় নাম লেখায় নাপোলির অর্ধেক স্কোয়াড। ৬-১ গোলের জয় নিয়ে নক-আউট পর্ব প্রায় নিশ্চিত করে ফেলেছে লুসিয়ানো স্পালেত্তির দল।