• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    চ্যাম্পিয়ন্স লিগ: চেলসি সহজ জয় পেলেও ধুঁকেছে মাদ্রিদ, সিটি, জুভেন্টাস

    চ্যাম্পিয়ন্স লিগ: চেলসি সহজ জয় পেলেও ধুঁকেছে মাদ্রিদ, সিটি, জুভেন্টাস    

    এসি মিলান ০:২ চেলসি

    শাখতার ১:১ রিয়াল মাদ্রিদ

    কোপেনহেগেন ০:০ ম্যান সিটি

    পিএসজি ১:১ বেনফিকা  


    গ্রাহাম পটারের অধীনে বেশ ভালোভাবেই মানিয়ে নিচ্ছে চেলসি। টানা তিন জয় নিয়ে সান সিরোতে পা রাখা অবামেয়াংরা এসি মিলানকেও হারাল হেসেখেলেই। তবে চেলসি জিতলেও চ্যাম্পিয়ন্স লিগে এদিন ধুঁকেছে বাকি বড় দলগুলো।

    মঙ্গলবার গ্রুপ পর্বের ম্যাচে শাখতার দোনেৎস্কের সাথে ১-১ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। পিএসজি এবং ম্যানচেস্টার সিটিও নিজেদের ম্যাচে ড্র করেছে। আর ইসরায়েলি দল ম্যাকাবি হাইফার কাছে ০-২ গোলে হেরেছে জুভেন্টাস।

    সান সিরোতে দুই দলের খেলা ছাপিয়ে যে বিষয়টি বেশি মুখ্য হয়ে উঠেছে তা হচ্ছে রেফারিং। জার্মান রেফারি ডেনিয়েল শিবার্ট এ ম্যাচে মোট কার্ড দেখিয়েছেন ১০টি, যদিও কোনো দলই এদিন ফিজিকাল ফুটবল খেলেনি। ১০ কার্ডের প্রথমটিই মূলত ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। 

    ১৭তম মিনিটে রিস জেমসের পাস থেকে বক্সে বল পান ম্যাসন মাউন্ট। তাকে চার্জ করেন মিলান সেন্টার-ব্যাক ফিকায়ো টোমোরি। হাতে স্পর্শ করে মাউন্টকে আটকানোর চেষ্টা করলেও তাকে ছাড়িয়ে গিয়ে শট নেন মাউন্ট। মিলান গোলরক্ষক সে শট ফিরিয়ে দেওয়ার পর বাঁশি বাজান রেফারি। সবাইকে অবাক করে দিয়ে পেনাল্টি স্পটে আঙুল রাখেন তিনি। এবং শুধু তাই না, সেই সামান্য চার্জের জন্যই টোমোরিকে দেখানো হয় লাল কার্ড।

    জর্জিনহো সেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। এরপর ১০ জনে নেমে যাওয়া আর কখনোই ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি। ৩৪ মিনিটে মাউন্টের এক পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন অবামেয়াং।

    এদিকে লিভারপুলের বিপক্ষে লিগের ম্যাচকে সামনে রেখে আরলিং হালান্ডকে বিশ্রাম দিয়েছিলেন সিটি ম্যানেজার পেপ গার্দিওলা। কিন্তু এই নরওয়েজিয়ানের অনুপস্থিতিতে কোপেনহেগেনের বিপক্ষে কোনো গোল করতে ব্যর্থ হয়েছে সিটিজেনরা। তবে গোলশূন্য ড্রয়ে শেষ হওয়ার আগে যথেষ্ট নাটকীয়তা উপহার দিয়েছে এ ম্যাচ। ১১তম মিনিটে রদ্রি গোল করলেও ভিএআরে দেখা যায় এর ঠিক আগে আগে হ্যান্ডবল করেছেন রিয়াদ মাহরেজ। এই গোল বাতিল হওয়ার পর ২৫তম মিনিটে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পায় সিটি। এবার পেনাল্টি মিস করে সেই সুযোগ নষ্ট করেন মাহরেজ। এর পাঁচ মিনিটের মধ্যে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সিটি ফুলব্যাক সার্জিও গোমেজ।

    সিটির মতো ড্র করেছে আরেক রাষ্ট্র-নিয়ন্ত্রিত ক্লাব পিএসজি। গত সপ্তাহের মতো বেনফিকার বিপক্ষে ১-১ গোলে ম্যাচ শেষ করেছে তারা। এবার ম্যাচের দুটি গোলই এসেছে পেনাল্টি থেকে। পিএসজির হয়ে পেনাল্টি নিয়েছেন কিলিয়ান এমবাপে, বেনফিকার হয়ে জোয়াও মারিও।

    রিয়াল মাদ্রিদও ১-১ গোলে ড্র করেছে শাখতারের সঙ্গে। তবে এ ম্যাচশেষে অপেক্ষাকৃত সুখী ড্রেসিং রুম ছিল হয়তো রিয়ালেরটাই। কেননা, ইউক্রেনের দলটির বিপক্ষে আরেকটি পরাজয়ের খুব কাছাকাছি চলে এসেছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা। তবে ম্যাচের ৯৫তম মিনিটে টনি ক্রুসের ক্রস থেকে রুডিগারের করা গোলে এক পয়েন্ট নিয়ে ফিরতে সমর্থ হয়েছে রিয়াল।