• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    চ্যাম্পিয়নস লিগের নকআউটে কারা উঠে গেছে? কার সামনে কী সমীকরণ এই সপ্তাহে?

    চ্যাম্পিয়নস লিগের নকআউটে কারা উঠে গেছে? কার সামনে কী সমীকরণ এই সপ্তাহে?    

    বেশ কিছু দল এর মধ্যেই উঠে গেছে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে। এই সপ্তাহে নিশ্চিত করে ফেলতে পারে আরও কয়েকটি দল। পাঁচ নম্বর ম্যাচ ডেতে দেখে আসা যাক কার সামনে কী সমীকরণ 

    গ্রুপ এ

    উত্তীর্ণ হয়ে গেছে নাপোলি। বুধবার আয়াক্সের সাথে ড্র করলেই লিভারপুল নকআউটে যাবে। নকআউটে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখতে হলে আয়াক্সকে জিততে হবে লিভারপুলের সাথে। 

    গ্রুপ বি

    ১০ পয়েন্ট নিয়ে নকআউটে উত্তীর্ণ ক্লাব ব্রুশ। এই সপ্তাহে পোর্তো ব্রুশকে হারাতে পারলে ও অ্যাটলেটিকো জিততে না পারলে পোর্তোও চলে যাবে নকআউটে। অ্যাটলেটিকোকে এই সপ্তাহে  লেভারকুসেনকে হারাতে হবে আশা বাঁচিয়ে রাখতে হলে

    গ্রুপ সি

    বায়ার্ন এর মধ্যেই উঠে গেছে, প্লজেন বাদ পড়ে গেছে। বুধবার বার্সা মাঠে নামার আগে ইন্টার প্লজেনকে হারালেই তারা বিদায় নিয়ে নেবে। আর ইন্টারের জন্য প্লজেনের সাথে জয়ই যথেষ্ট

    গ্রুপ ডি

    স্পোর্টিংকে এই সপ্তাহে হারাতে পারলে গ্রুপ শীর্ষে থাকা টটেনহাম নকআউটে চলে যাবে। স্পার্স জিতলে আর মার্শেই ফ্রাংকফুর্টকে হারালে মার্শেইও চলে যেতে পারে শেষ ১৬তে।

    গ্রুপ ই

    সালজবুর্গের মাঠে চেলসি জিতলেই তারা চলে যাবে শেষ ১৬তে। ড্র করলেও হবে যদি মিলান জাগরেবকে হারাতে পারে। মিলান জিততে না পারলে সালজবুর্গ চেলসিকে হারালে তারা চলে যাবে শেষ ১৬তে।

    গ্রুপ এফ 

    রিয়াল এর মধ্যেই উঠে গেছে নকআউটে, সেল্টিক বাদ। লাইপজিগ আজ রিয়ালকে হারালে আর ওদিকে শাখতার সেল্টিকের কাছে হেরে গেলে লাইপজিগও চলে যাবে নকআউটে

    গ্রুপ জি

    ম্যান সিটি এর মধ্যেই উঠে গেছে নকআউতে। আজ ডর্টমুন্ড তাদের হারাতে পারলে তো বটেই, ড্র করলেও চলে যেতে পারে নকআউটে। এমনকি হারলেও চলে যাবে, যদি কোপেনহেগেন-সেভিয়ার ম্যাচটা ড্র হয়

    গ্রুপ এইচ

    বেনফিকা-পিএসজি নিজেদের ম্যাচটা ড্র করলে দুই দলেরই শেষ ১৬ নিশ্চিত হবে। শেষ ১৬তে ওঠার আশা বাঁচিয়ে রাখতে হলে জুভেন্টাসকে পরের দুই ম্যাচে জিততেই হবে।